Ajker Patrika

হোটেল ব্যবসায় সালমান, মুম্বাইয়ে খুলছেন বিলাসবহুল হোটেল

হোটেল ব্যবসায় সালমান, মুম্বাইয়ে খুলছেন বিলাসবহুল হোটেল

বলিউড ভাইজান সালমান খান দীর্ঘ ক্যারিয়ারে ভালোবাসা কুড়ানোর পাশাপাশি গড়েছেন বিশাল সম্পদ। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আছে সালমানের ব্যবসা প্রতিষ্ঠান। সে তালিকায় এবার হতে যাচ্ছে নতুন সংযোজন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে মুম্বাইয়ে একটি পাঁচতারা হোটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন ভাইজান।

প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে একটি সম্পত্তি কিনেছিলেন সালমান খান। যেখানে এর আগে বাড়ি বানাতে চেয়েছিলেন সালমান। তবে এখন বদলে গেছে সালমানের সেই পরিকল্পনা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে পিঙ্কভিলা আরও জানিয়েছে, সালমান খান সেখানে একটি ১৯ তলা হোটেল তৈরি করার পরিকল্পনা করেছেন। পরিকল্পনা অনুযায়ী ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় থাকবে একটি ক্যাফে এবং একটি রেস্তোরাঁ। তৃতীয় তলায় থাকবে একটি জিমনেসিয়াম এবং একটি সুইমিং পুল, আর চতুর্থ তলায় পরিষেবা ফ্লোর হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া ভবনটির ৫ম ও ৬ষ্ঠ তলায় থাকবে একটি কনভেনশন সেন্টার। বাকি সপ্তম থেকে ১৯ তলা পর্যন্ত পুরোটাই রাখা হচ্ছে হোটেলের জন্যই।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই মিউনিসিপ্যাল করপোরেশনের তরফে সালমান খানকে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই হোটেল থেকে সমুদ্রের দৃশ্যও দেখা যাবে।

সালমান খান বর্তমানে ব্যস্ত তার পরবর্তী প্রজেক্ট ‘টাইগার থ্রি’ নিয়ে। ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমানের সঙ্গে পর্দায় হাজির হবেন শাহরুখ খান। এরই মধ্যে শুরু হয়েছে সালমান-শাহরুখ পর্বের শুটিং।

‘টাইগার থ্রি’ হলো YRF স্পাই ইউনিভার্সের একটি অংশ। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটি আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে সুপার-স্পাই জোয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ এবং ভিলেনের চরিত্রে ইমরান হাশমি অভিনয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত