এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৪ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৬ ঘণ্টা আগে