একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
২ ঘণ্টা আগেইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৮ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
৮ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
২০ ঘণ্টা আগে