ক্রিসমাস উপলক্ষে ভারতে চারটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো আল্লু অর্জুনের ‘পুষ্প’, ইয়াশের ‘কেজিএফ ২ ’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর সিংয়ের ‘সার্কাস’। এর মধ্যে ‘লাল সিং চাড্ডা’ ও ‘সার্কাস’ হিন্দি ভাষায় ও অন্য দুটি ছবি মুক্তি পাবে ভারতজুড়ে একাধিক ভাষায়।
বড়দিন উপলক্ষে ‘লাল সিং চাড্ডা’ ও ‘কেজিএফ ২’ প্রতিযোগিতায় নামছে সে খবর আগেই প্রকাশ হয়েছে। কয়েক দিন আগে ঠিক করা হয়, আল্লু অর্জুনের ‘পুষ্প’ ক্রিসমাসে মুক্তি পাবে। তিনটি ছবিই বড় বাজেটের। ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে রীতিমতো সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণী অভিনেতা ইয়াশ। সে জন্যই ‘কেজিএফ ২’ নিয়ে ভারতজুড়ে অন্য রকম আগ্রহ। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ছবিতে রকি ভাই চরিত্রে ইয়াশ মুখোমুখি হবেন খলনায়ক অধীরা চরিত্রের সঞ্জয় দত্তের।
এ বছরের ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে ছবিটির একটি টিজার প্রকাশ পায়। এটি এখন পর্যন্ত শুধু ইউটিউবেই দেখা হয়েছে ২০০ মিলিয়নের বেশিবার। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।প্রতিযোগিতায় ‘পুষ্প’কেই এগিয়ে রাখছেন অনেকে। তেলুগু ছবির সুপারস্টার আল্লু অর্জুন এই ছবিতে অভিনয় করেছেন একজন ট্রাকচালকের চরিত্রে। মালয়ালম ছবির আরেক সুপারস্টার ফাহাদ ফাসিলকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়!
ভারতজুড়ে আল্লু অর্জুনের ভক্ত-অনুরাগীর সংখ্যা বিশাল। মালয়ালম ছবি যাঁরা দেখেন, তাঁদের কাছে ফাহাদ ফাসিল বড় তারকা। আল্লু অর্জুনকে নিয়ে তেলুগুর প্রথম সারির পরিচালক সুকুমারের এটি তৃতীয় কাজ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’-তে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। যেগুলো ব্যাপকভাবে ব্যবসাসফল হয়েছিল। ছবিটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তাঁর সাবেক স্ত্রী কিরণ। আমির খানের ছবি বলে কথা, আগ্রহের কমতি থাকবে না দর্শকদের মধ্যে।
তবে এই ক্ল্যাশে আন্ডারডগ হিসেবে থাকবে ‘সার্কাস’। রণবীর সিং টানা ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘গাল্লি বয়’- এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। নির্মাতা রোহিত শেঠির টানা ১০টি সিনেমা ব্যবসাসফল। ২০০৮- এর পর তাঁর আর কোনো ছবি ফ্লপ হয়নি।
চার ছবির এই দৌড়ে কে থাকবে এগিয়ে কে-ই বা পড়বেন পিছিয়ে—তা নিয়েই চলছে তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত আর্থিক ক্ষতির কথা চিন্তা করে প্রতিযোগিতা থেকে সরেও পড়তে পারেন কেউ।
ক্রিসমাস উপলক্ষে ভারতে চারটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো আল্লু অর্জুনের ‘পুষ্প’, ইয়াশের ‘কেজিএফ ২ ’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও রণবীর সিংয়ের ‘সার্কাস’। এর মধ্যে ‘লাল সিং চাড্ডা’ ও ‘সার্কাস’ হিন্দি ভাষায় ও অন্য দুটি ছবি মুক্তি পাবে ভারতজুড়ে একাধিক ভাষায়।
বড়দিন উপলক্ষে ‘লাল সিং চাড্ডা’ ও ‘কেজিএফ ২’ প্রতিযোগিতায় নামছে সে খবর আগেই প্রকাশ হয়েছে। কয়েক দিন আগে ঠিক করা হয়, আল্লু অর্জুনের ‘পুষ্প’ ক্রিসমাসে মুক্তি পাবে। তিনটি ছবিই বড় বাজেটের। ‘কেজিএফ’ সিনেমার মাধ্যমে রীতিমতো সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণী অভিনেতা ইয়াশ। সে জন্যই ‘কেজিএফ ২’ নিয়ে ভারতজুড়ে অন্য রকম আগ্রহ। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ছবিতে রকি ভাই চরিত্রে ইয়াশ মুখোমুখি হবেন খলনায়ক অধীরা চরিত্রের সঞ্জয় দত্তের।
এ বছরের ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিন উপলক্ষে ছবিটির একটি টিজার প্রকাশ পায়। এটি এখন পর্যন্ত শুধু ইউটিউবেই দেখা হয়েছে ২০০ মিলিয়নের বেশিবার। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।প্রতিযোগিতায় ‘পুষ্প’কেই এগিয়ে রাখছেন অনেকে। তেলুগু ছবির সুপারস্টার আল্লু অর্জুন এই ছবিতে অভিনয় করেছেন একজন ট্রাকচালকের চরিত্রে। মালয়ালম ছবির আরেক সুপারস্টার ফাহাদ ফাসিলকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়!
ভারতজুড়ে আল্লু অর্জুনের ভক্ত-অনুরাগীর সংখ্যা বিশাল। মালয়ালম ছবি যাঁরা দেখেন, তাঁদের কাছে ফাহাদ ফাসিল বড় তারকা। আল্লু অর্জুনকে নিয়ে তেলুগুর প্রথম সারির পরিচালক সুকুমারের এটি তৃতীয় কাজ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’-তে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। যেগুলো ব্যাপকভাবে ব্যবসাসফল হয়েছিল। ছবিটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তাঁর সাবেক স্ত্রী কিরণ। আমির খানের ছবি বলে কথা, আগ্রহের কমতি থাকবে না দর্শকদের মধ্যে।
তবে এই ক্ল্যাশে আন্ডারডগ হিসেবে থাকবে ‘সার্কাস’। রণবীর সিং টানা ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘গাল্লি বয়’- এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। নির্মাতা রোহিত শেঠির টানা ১০টি সিনেমা ব্যবসাসফল। ২০০৮- এর পর তাঁর আর কোনো ছবি ফ্লপ হয়নি।
চার ছবির এই দৌড়ে কে থাকবে এগিয়ে কে-ই বা পড়বেন পিছিয়ে—তা নিয়েই চলছে তুমুল আলোচনা। অনেকেই ধারণা করছেন শেষ পর্যন্ত আর্থিক ক্ষতির কথা চিন্তা করে প্রতিযোগিতা থেকে সরেও পড়তে পারেন কেউ।
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৫ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৭ ঘণ্টা আগে