Ajker Patrika

ডেঙ্গু আক্রান্ত জেরিন খান এখন কেমন আছেন

ডেঙ্গু আক্রান্ত জেরিন খান এখন কেমন আছেন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন জেরিন। হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে এখনো জেরিনের সারা শরীরে ব্যথা এবং জ্বর রয়েছে।

গতকাল বুধবার হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে নিজেই নিজের স্বাস্থ্যের খবর সবাইকে জানিয়েছিলেন জেরিন।

জেরিন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, তীব্র জ্বর আর, সারা শরীরে ব্যথা ছিল। পরে পরীক্ষা করলে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। তবে এখন তিনি কিছুটা সুস্থ আছেন।

বলিউড অভিনেত্রী জেরিন খান। ছবি: ইনস্টাগ্রামডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সতর্কতা অবলম্বন করার বার্তাও দেন জেরিন খান। পরিবেশ পরিষ্কার ও মশা মুক্ত রাখার আবেদন করেন জেরিন। পাশাপাশি, সকলকে সঠিক সময়ে চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছেন তিনি। সকলে ডেঙ্গু প্রতিরোধে দায়িত্ব ভাগ করে নিলেই তবে সুরাহা মিলবে বলে মনে করেন জেরিন।

প্রসঙ্গত, ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। সুপারহিট বলিউড সিনেমা ‘হাউসফুল ২ ’-তেও অভিনয় করেন তিনি। পরে জেরিন ‘হেট স্টোরি থ্রি’, ‘ওয়াজা তুম হো’ সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত