বিনোদন ডেস্ক
ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
ভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা, যেটি প্রযোজনা করবেন একতা কাপুর। তবে বিনোদন ও লাইফস্টাইলভিত্তিক পোর্টাল পিংমুন গতকাল জানিয়েছে, এ সিনেমা থেকে বেরিয়ে এসেছেন শ্রদ্ধা কাপুর।
রাহি অনীল বারভি ও একতা কাপুরের নতুন এই প্রজেক্টটি হওয়ার কথা ছিল থ্রিলার গল্পের। যে চরিত্রে শ্রদ্ধার অভিনয়ের কথা ছিল, সেটিও বেশ চমকপ্রদ। তবে পারিশ্রমিকের বিষয়ে একমত হতে না পেরে সরে এসেছেন অভিনেত্রী। জানা গেছে, স্ত্রী টুর সাফল্যের পর থেকে নিজের পারিশ্রমিক নিয়ে সচেতন হয়েছেন শ্রদ্ধা। নতুন এ সিনেমার জন্য ১৭ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। একই সঙ্গে লভ্যাংশের ভাগও চেয়েছেন। তবে এত টাকা দিতে চাননি প্রযোজক একতা কাপুর।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় শ্রদ্ধাকে নিতে বেশ আগ্রহী ছিলেন প্রযোজক একতা। যেহেতু এটিই হবে স্ত্রী টুর পরে শ্রদ্ধার প্রথম সিনেমা, তাই দর্শকদের মধ্যেও অনেক আগ্রহ। কিন্তু পারিশ্রমিকের বিষয়ে বনিবনা হয়নি তাঁদের মধ্যে। প্রযোজক একতার মতে, নারীপ্রধান কোনো সিনেমার জন্য শ্রদ্ধা যে অর্থ দাবি করেছেন, তা অনেক বেশি। এতে সিনেমাটির সামগ্রিক বাজেট অনেক বেড়ে যাবে।
প্রজেক্টটি থেকে শ্রদ্ধা চলে যাওয়ার পর বিকল্প ভাবছেন নির্মাতারা। চরিত্রটি নতুনভাবে সাজাচ্ছেন। আরও কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এরই মধ্যে আলোচনা করেছেন তাঁরা। পরিচালক রাহি অনীল বারভি এখন নেটফ্লিক্সের ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। এরপরই অন্য অভিনেত্রী নিয়ে একতা প্রযোজিত নতুন সিনেমাটির কাজ শুরু করবেন।
অন্যদিকে, শ্রদ্ধা অপেক্ষায় আছেন ‘স্ত্রী’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য। এরই মধ্যে ‘স্ত্রী থ্রি’র ঘোষণা এসেছে। আগামী বছর হবে শুটিং। মুক্তি পাবে ২০২৭ সালের ১৩ আগস্ট। রাজকুমার রাও, অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠীরা এ পর্বেও শ্রদ্ধার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা...
৩ ঘণ্টা আগেটিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
২১ ঘণ্টা আগেকাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
১ দিন আগেবিদেশে ব্যস্ত সময় পার করছেন দেশের সংগীতশিল্পীরা। সম্প্রতি সৌদি আরব মাতিয়ে এসেছেন জেমস, ইমরান মাহমুদুল, পড়শী, মিলারা। যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড মাইলস, অর্ণব ও সুনিধি। এ ছাড়া সম্প্রতি কানাডায় গান শুনিয়ে এসেছেন বাপ্পা মজুমদার ও এলিটা করিম। এবার জানা গেল, তিন মাসের সফরে যুক্তরাষ্ট্র...
১ দিন আগে