Ajker Patrika

তাণ্ডবের টিজারে মাঙ্কি মাস্ক পরে রহস্য বাড়ালেন শাকিব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার টিজার। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে অ্যাকশন আর রহস্যের জাল বুনেছেন নির্মাতা রায়হান রাফী। টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।

তাণ্ডব সিনেমায় শাকিবের সঙ্গে দেখা গেছে জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাঁকে দেখে অবাকই লাগতে পারে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া। এর আগে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেবার জুটি হলেও, তাণ্ডবে এবার শাকিব-জয়া প্রতিদ্বন্দ্বী। টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে।

কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব। সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি, যেটা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সব সময় থাকে। এবারও দর্শকরা নতুন কিছু পাবেন।’

তাণ্ডব প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। মুক্তির আগে এমন আরও অনেক কিছু আসবে। সেগুলোও দর্শকদের ভালো লাগবে আশা করি। আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকেরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা। একে একে প্রকাশ পাবে তাণ্ডব সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশা পরিচালক রায়হান রাফীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত