বিনোদন ডেস্ক
ইটিভি নেটওয়ার্ক এবং ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। আজ শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তাঁর রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে রামোজি রাওয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগৎ ও চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’
মোদি আরও লিখেছেন, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে রয়েছি।’
বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’
রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ইটিভি নেটওয়ার্ক এবং ভারতের প্রসিদ্ধ রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও মারা গেছেন। আজ শনিবার হায়দরাবাদে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের কারণে রামোজি রাওকে তাঁর রামোজি ফিল্ম সিটি বাসভবন থেকে নানকরামগুড়ার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে রামোজি রাওয়ের সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘রামোজি রাওয়ের চলে যাওয়া খুবই দুঃখজনক। তিনি একজন ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সংবাদজগৎ ও চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। উদ্ভাবন ও শ্রেষ্ঠত্বের এক ভিন্ন মানদণ্ড স্থাপন করেছিলেন তিনি।’
মোদি আরও লিখেছেন, ‘ভারতের উন্নয়ন নিয়ে রামোজি রাও অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি সৌভাগ্যবান তাঁর সঙ্গে একাধিকবার সাক্ষাতের সুযোগ পেয়েছি। তাঁর থেকে জ্ঞান আহরণ করেছি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। এই কঠিন সময়ে আমি তাঁদের পাশে রয়েছি।’
বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু মিডিয়া ও সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’
রামোজি রাও একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন তিনি।
রামোজি রাওয়ের মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। যেখানে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঘনিষ্ঠজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৮ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৬ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
২০ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২০ ঘণ্টা আগে