দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার কলকাতা সফরে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় পৌঁছে প্রথমেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, আগামীকাল শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন বলিউডের একঝাঁক তারকা। এর মধ্যে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরও অনেক তারকা। তাই তো ইতিমধ্যেই কলকাতায় পড়ে গেছে সাজসাজ রব।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে সালমানের শো-এর। যার মূল্য আকাশচুম্বী। সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সব থেকে কম দামের টিকিটের মূল্য ৬৯৯ রুপি। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে খরচ করতে হবে ১৫০০ রুপি। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ রুপিতে।
বসতে পারবেন ২৫০০ রুপির ওপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ রুপি, সুলতান জোন ৬০০০ রুপি, ওয়ান্টেড জোন ৬০০০ রুপি, রেডি জোন ১২ হাজার রুপি এবং দাবাং জোন ৬০ হাজার রুপি। দাবাং জোনে ৬০ হাজার রুপিতে এন্ট্রি রয়েছে দুজনের।
রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ রুপি, গোল্ড লাউঞ্জ ২ লাখ রুপি আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ রুপি। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।
এর আগে কলকাতা সফর প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওই দিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে।’
কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট।
দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল শনিবার কলকাতা সফরে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কলকাতায় পৌঁছে প্রথমেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ইন্ডিয়া টুডে আরও জানিয়েছে, আগামীকাল শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন বলিউডের একঝাঁক তারকা। এর মধ্যে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরও অনেক তারকা। তাই তো ইতিমধ্যেই কলকাতায় পড়ে গেছে সাজসাজ রব।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে সালমানের শো-এর। যার মূল্য আকাশচুম্বী। সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সব থেকে কম দামের টিকিটের মূল্য ৬৯৯ রুপি। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে খরচ করতে হবে ১৫০০ রুপি। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ রুপিতে।
বসতে পারবেন ২৫০০ রুপির ওপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ রুপি, সুলতান জোন ৬০০০ রুপি, ওয়ান্টেড জোন ৬০০০ রুপি, রেডি জোন ১২ হাজার রুপি এবং দাবাং জোন ৬০ হাজার রুপি। দাবাং জোনে ৬০ হাজার রুপিতে এন্ট্রি রয়েছে দুজনের।
রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ রুপি, গোল্ড লাউঞ্জ ২ লাখ রুপি আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ রুপি। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।
এর আগে কলকাতা সফর প্রসঙ্গে সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওই দিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে।’
কলকাতায় সালমানের এই শো-এর আয়োজন করেছে সোহেল খান এন্টারটেইনমেন্ট।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১০ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১০ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে