বিনোদন ডেস্ক
জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণই জানিয়েছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।
সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন।
গোল্ডি ব্রার জানান, ‘আমরা সালমানকে হত্যা করব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’
গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে ছিলেন।
গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণই সম্প্রদায়। সালমানকে ও তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।
২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।
নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।
জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণই জানিয়েছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।
সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন।
গোল্ডি ব্রার জানান, ‘আমরা সালমানকে হত্যা করব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’
গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে ছিলেন।
গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণই সম্প্রদায়। সালমানকে ও তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।
২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।
নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
২ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৬ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৬ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৭ ঘণ্টা আগে