বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।
মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।
মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
২ ঘণ্টা আগেইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
৮ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
৮ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
২০ ঘণ্টা আগে