Ajker Patrika

‘প্রেম’ চরিত্রে সালমানের স্থলাভিষিক্ত কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৩: ৩৫
Thumbnail image

বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ  বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ  বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ  বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।

‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।

প্রেম চরিত্রে সালমান খান। ছবি: সংগৃহীতমুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত