বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৬ মিনিট আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৩ মিনিট আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২০ মিনিট আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৩২ মিনিট আগে