বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২৩ সালের জানুয়ারিতে মঞ্চে এসেছিল নাট্যদল এক্টোম্যানিয়ার প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। প্রায় দুই বছর পর নতুন নাটক নিয়ে আসছে নাট্যদলটি। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।
দ্য ম্যান আউটসাইড নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খোঁজা হয়েছে নাটকজুড়ে।
নির্দেশক তালহা বলেন, ‘উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটিই নাটক তিনি লিখেছেন। দ্য ম্যান আউটসাইড একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যেকোনো যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে।’
তালহা আরও বলেন, ‘দ্য ম্যান আউটসাইড এমন গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন। আমাদের ব্যক্তিজীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে মানুষের মৃত্যু আর আমাদের বিশেষ ভাবায় না। গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা—কোনো কিছুই আমাদের ছুঁয়ে যায় না। আমরা কেমন ভোঁতা হয়ে গেছি। সেই উপলব্ধি থেকে কিছু কথা বলতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে।’
এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন প্রমুখ।
২০২৩ সালের জানুয়ারিতে মঞ্চে এসেছিল নাট্যদল এক্টোম্যানিয়ার প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। প্রায় দুই বছর পর নতুন নাটক নিয়ে আসছে নাট্যদলটি। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।
দ্য ম্যান আউটসাইড নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খোঁজা হয়েছে নাটকজুড়ে।
নির্দেশক তালহা বলেন, ‘উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটিই নাটক তিনি লিখেছেন। দ্য ম্যান আউটসাইড একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যেকোনো যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে।’
তালহা আরও বলেন, ‘দ্য ম্যান আউটসাইড এমন গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন। আমাদের ব্যক্তিজীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে মানুষের মৃত্যু আর আমাদের বিশেষ ভাবায় না। গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা—কোনো কিছুই আমাদের ছুঁয়ে যায় না। আমরা কেমন ভোঁতা হয়ে গেছি। সেই উপলব্ধি থেকে কিছু কথা বলতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে।’
এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন প্রমুখ।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৮ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
৮ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৬ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
২০ ঘণ্টা আগে