বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
যত ভালোবাসি তোরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত আয়োজন করেছেন অমিত কর। আসিফের গানে মডেল হওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’
নয়ন সানি বলেন, ‘আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ের চমৎকার এই গানে মডেল হতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়েছে, এটি একটি ভালো ভিডিও হয়েছে। দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।’
এর আগে গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে আসিফ আকবরের আরও একটি গান। ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়’—এমন কথায় গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। গানের শিরোনাম রাখা হয়েছে ‘ভীষণ কান্না পায়’। রিদম অব ফ্রেন্ডস নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভীষণ কান্না পায় গানটির ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে। ই-মিউজিকের ব্যানারে ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন ইলান। ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।
আসিফ বলেন, ‘সব সময় আমার চেষ্টা থাকে শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন ‘মন যে ছুঁয়েছে মন’ শিরোনামের একটি দ্বৈতকণ্ঠের গান। এতে তাঁর সঙ্গে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাহী প্রযোজক ছিলেন আরেক সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরি মাহদি।
গতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
যত ভালোবাসি তোরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর ও সংগীত আয়োজন করেছেন অমিত কর। আসিফের গানে মডেল হওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। সেই আবহে তৈরি হয়েছে ভিডিওটি। বেশ ভালো হয়েছে। আসিফ ভাইয়ের গানের মডেল হতে পেরে খুব ভালো লাগছে।’
নয়ন সানি বলেন, ‘আধুনিক গানের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ের চমৎকার এই গানে মডেল হতে পেরে আমি আনন্দিত। আমার মনে হয়েছে, এটি একটি ভালো ভিডিও হয়েছে। দর্শকদের ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।’
এর আগে গত ১০ জুলাই প্রকাশিত হয়েছে আসিফ আকবরের আরও একটি গান। ‘তোমায় নিয়ে ভাবলে জলে চোখ ভিজে যায়, স্মৃতিগুলো মনে পড়ে ভীষণ কান্না পায়’—এমন কথায় গানটি লিখেছেন হাসানুজ্জামান মাসুম। গানের শিরোনাম রাখা হয়েছে ‘ভীষণ কান্না পায়’। রিদম অব ফ্রেন্ডস নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির সুর ও সংগীত করেছেন কিশোর দাশ। ভীষণ কান্না পায় গানটির ভিডিওতে অংশ নিয়েছেন আসিফ নিজে। ই-মিউজিকের ব্যানারে ভিডিওটি বানিয়েছেন ইয়ামিন ইলান। ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।
আসিফ বলেন, ‘সব সময় আমার চেষ্টা থাকে শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়ার। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
উল্লেখ্য, গত কোরবানির ঈদ উপলক্ষে আসিফ প্রকাশ করেছিলেন ‘মন যে ছুঁয়েছে মন’ শিরোনামের একটি দ্বৈতকণ্ঠের গান। এতে তাঁর সঙ্গে গেয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সাধনা সারগাম। আসিফ ইকবালের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। নির্বাহী প্রযোজক ছিলেন আরেক সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। ভিডিওতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরি মাহদি।
নাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
৩৮ মিনিট আগেরোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগেনির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
১৬ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১৬ ঘণ্টা আগে