Ajker Patrika

বুবলীর ফুটেজ নষ্ট!

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

কয়েকমাস বুবলীর কোন খোঁজ ছিল না। যোগাযোগ ছিল না কারও সঙ্গে। ফিরেই আবার একের পর এক কাজের খবর দিচ্ছেন শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী এখন রীতিমতো ঢালিউডের প্রথম সারির নায়িকাদের কাতারে।

শুরুর দিকে কেবল শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতেন বুবলী। এখন সেই নির্ভরতা কমেছে। অন্য নায়কদের সঙ্গেও কাজ করতে দেখা যাচ্ছে বুবলীকে। এই যেমন নতুন ছবি ‘চোখ’-এ তিনি জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সঙ্গে। গত সোমবার ছবিটির শুটিং শেষ হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে।

চিত্রনায়িকা বুবলী ‘নিখোঁজ’ হওয়ার আগে ক্যাসিনো নামের একটি সিনেমার কাজ করেছিলেন। সৈকত নাসিরের পরিচালনায় ওই ছবির কাজ শেষ হয়ে গেলেও আবারও শুটিংয়ে অংশ নিতে হল নায়িকাসহ পুরো টিমকে। কী কারণে?

শুটিং করা কিছু অংশের ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় এই বিড়ম্বনা!

পরিচালক সৈকত নাসির জানাচ্ছেন, কারিগরি ক্রুটির কারণে কিছু অংশের ফুটেজ পাওয়া যাচ্ছিল না। ওদিকে বুবলীকেও তখন পাওয়া যাচ্ছিল না। ফলে এতদিন ‘ক্যাসিনো’ নিয়ে ব্যাপক বিড়ম্বনা পোহাতে হয়েছে তাকে।

অবশেষে বুবলী শিডিউল দিয়েছেন। বুধবার [৩১ মার্চ] ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ক্যাসিনো’র শুটিং করেন তিনি।

চিত্রনায়িকা বুবলি

আজকের পত্রিকাকে সৈকত নাসির বলছেন, ‘বুবলীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন নিরবসহ অনেকেই। একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হওয়ার কারণে আবার শুট করতে হচ্ছে। পাশাপাশি প্যাঁচওয়ার্কের কাজ বাকি ছিল। দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হয়ে যাবে।’

এ সিনেমার শুটিং শেষে শাকিব খানের বিপরীতে ‘লিডার-আমিই বাংলাদেশ’-এ অংশ নেবেন শবনম বুবলী। শাকিব খান বর্তমানে কলকাতার দর্শনা বনিককে নিয়ে ‘অন্তরাত্মা’-র কাজে ব্যস্ত আছেন।

গেল বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। এরপর চলতি বছরের শুরুতে ফেসবুকে নতুন লুক প্রকাশ করে আলোচনায় আসেন।

বিষয়:

বুবলী
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত