বিনোদন প্রতিবেদক, ঢাকা
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। আজ বৃহস্পতিবার মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১২ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১২ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১২ ঘণ্টা আগে