বিনোদন প্রতিবেদক, ঢাকা
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
অভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
৬ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
৭ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১৫ ঘণ্টা আগেগতকাল প্রকাশিত হলো আসিফ আকবরের ‘যত ভালোবাসি তোরে’ গানের ভিডিও। ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও অভিনেত্রী প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।
১৯ ঘণ্টা আগে