প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।
গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’
৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’
প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৬২ কোটি টাকা বেশি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, সংস্কৃতি খাতকে উপেক্ষা করায় ৩ জুন বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের দাবিকে সামনে রেখেই সমাবেশটি ডাকা হয়েছে বলে জানান তিনি।
গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এ বাজেট নিয়ে হতাশ। সংস্কৃতি খাতে আমরা আরও বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু আমরা হতাশ হয়েছি। এত বড় বাজেটে সংস্কৃতি খাতে এ বরাদ্দ অবহেলা ছাড়া কিছুই না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমরা ৫০০ উপজেলায় উন্মুক্ত মঞ্চ চেয়েছিলাম নাটকে, আবৃতি ও সংগীতের স্থায়ী প্রশিক্ষক চেয়েছিলাম। সামাজিক অবক্ষয় থেকে মাদক ঠেকাতে হলে এর বিকল্প নেই।’
৩ জুনের সমাবেশ সম্পর্কে তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমাবেশের ডাক দিয়েছি। যেহেতু এটা প্রস্তাবিত বাজেট। আমরা আশা করব, আমাদের দাবি মেনে সরকার সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি করবে।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে