Ajker Patrika

কলেজের বন্ধ হল চালু চাই

নাজমুল হাসান আনান
কলেজের বন্ধ হল চালু চাই

সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের স্বনামধন্য এক শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সারা দেশের কলেজগুলোর মধ্যে দেশের তৃতীয় সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বিপুল শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ৫টি। এর মধ্যে ২টি মেয়েদের আর ৩টি হল ছেলেদের। কিন্তু বাস্তবতা হলো, ছেলেদের হলগুলো ১৪ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিকে মেয়েদের জন্য নতুন একটি ৫ তলা ভবন তৈরি হলেও অজানা কারণে সেটি কয়েক বছর ধরে বন্ধ রয়েছে।

২০০৯ সালের ২০ ডিসেম্বর হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ ঘোষণা করা হয় ছেলেদের শেরেবাংলা, আকতার আলী মুন ও তিতুমীর হল। সেই যে বন্ধ হয়েছে, এরপর আর খোলা হয়নি হল তিনটি।

বহুদিন বন্ধ থাকায় শেরেবাংলা হলের ভবন ধসে পড়লে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। অন্য দুটি হলের জানালা-দরজা থেকে শুরু করে সব সামগ্রী চুরি হয়ে গেছে। সম্প্রতি হল সংস্কার করা হলেও সেগুলো চালু করা হচ্ছে না কোনো এক অজ্ঞাত কারণে। এদিকে সীমানাপ্রাচীর না থাকায় অবাধে বহিরাগতরা ঢুকছে হলগুলোতে।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী হিসেবে জরুরিভাবে হলগুলো চালু করার জোর দাবি জানাই। 

লেখক: সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত