Ajker Patrika

মনোবিজ্ঞানে এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়

সাদিয়া আফরিন হীরা
আপডেট : ০৯ জুন ২০২৪, ১০: ৪১
মনোবিজ্ঞানে এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়

মনোবিজ্ঞান নিয়ে অনেকে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন। দিন দিন বিষয়টির চাহিদা বাড়ছে। মনোবিজ্ঞান বা সাইকোলজি পৃথিবীর প্রাচীন জ্ঞানকাঠামোর মধ্যে অন্যতম। আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়। মনোবিজ্ঞানে এশিয়ার সেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠকদের জন্য।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর 
এশিয়া অঞ্চলে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কিউএস র‍্যাঙ্কিংয়ে বিশ্বে অষ্টম ও এশিয়ায় প্রথম অবস্থানে আছে। দেশটিতে মনোবিজ্ঞান বিষয়ে প্রথম লেখাপড়া শুরু হয় এ বিশ্ববিদ্যালয়ে। ১৯৮০ সালে বিভাগটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি পর্যায়ে লেখাপড়া ও গবেষণা করা যায়। আছে বৃত্তির সুযোগ। শুধু তাত্ত্বিক পড়াশোনাই নয়, বিভিন্ন গবেষণা প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দেয় বিশ্ববিদ্যালয়টি। এর টিউশন ফি বছরে প্রায় ১৭ হাজার সিঙ্গাপুর ডলার।

নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীতনানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি 
সিঙ্গাপুরের অন্যতম বিশ্ববিদ্যালয় নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় খুব স্বল্প সময়ে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে। এশিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান তৃতীয়। বিশ্ববিদ্যালয়টির স্কুল অব সোশ্যাল সায়েন্সের অধীনে আছে মনোবিজ্ঞান বিভাগ। বিভাগটি ভবিষ্যৎ মনোবিজ্ঞানী হিসেবে শিক্ষার্থীদের তৈরির কাজ করে। কগনিটিভ সাইকোলজি, হিউম্যান মেমোরি, ক্রিমিনাল বিহেভিয়ার, কোরিলেশনাল সাইকোলজির বিভিন্ন কোর্স আছে এ বিশ্ববিদ্যালয়ে। এখানে পড়াশোনার জন্য বছরে ১৭ হাজার সিঙ্গাপুর ডলারের বেশি খরচ হবে। 

ইউনিভার্সিটি অব হংকং। ছবি: সংগৃহীতইউনিভার্সিটি অব হংকং
১৯১১ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব হংকং এশিয়ার অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। কিউএস র‍্যাঙ্কিংয়ে এশিয়ায় এর অবস্থান চতুর্থ। মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য অন্যতম সেরা এই প্রতিষ্ঠান। এখানে মনোবিজ্ঞান বিভাগে পড়ে আপনি কগনিটিভ সায়েন্স, নিউরোসায়েন্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এডুকেশনাল সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি ইত্যাদি বিষয়ে ডিগ্রি নিতে পারবেন। ডিগ্রি অর্জনের পাশাপাশি গবেষণায় বেশ জোর দেওয়া হয় এখানে। শিক্ষার্থীদের মধ্যে সেমিনার, কমিউনিটি সার্ভিস, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ আছে। এখানে পড়তে প্রতিবছর ব্যয় হবে ১ লাখ ৮২ হাজার হংকং ডলার।  

পিকিং ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীতপিকিং ইউনিভার্সিটি
মনোবিজ্ঞান বিষয়ে এশিয়ার অন্যতম সেরা পিকিং বিশ্ববিদ্যালয়। চীনে মনোবিজ্ঞানীদের জন্মস্থান বলা হয় এ বিশ্ববিদ্যালয়কে। চীনের বেইজিংয়ে অবস্থিত এ পিকিং ইউনিভার্সিটি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ায় র‍্যাঙ্কিংয়ের অবস্থান দ্বিতীয়। ১৯০০ সালে মনোবিজ্ঞান বিভাগটি চালু হয়। বৈজ্ঞানিক গবেষণা এই বিভাগের মূল লক্ষ্য। শুধু মনোবিজ্ঞান বিষয়ের জন্য এখানে আছে সুবিশাল ল্যাবরেটরি।  
এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, সিনিয়র ভিজিটিং প্রোগ্রাম, জেনারেল ভিজিটিং প্রোগ্রাম, রিসার্চ স্কলার প্রোগ্রামের আওতায় পড়াশোনা করা যায়। এখানে আছে এশিয়ার সর্ববৃহৎ লাইব্রেরি। পিকিং ইউনিভার্সিটিতে পড়তে বছরে খরচ হবে ২৬ হাজার থেকে ৩০ হাজার চায়নিজ ইউয়ান।

ইউনিভার্সিটি অব টোকিও। ছবি: সংগৃহীতইউনিভার্সিটি অব টোকিও
পৃথিবীর অন্যতম পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব টোকিও। জাপানের রাজধানী টোকিওতে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮৭৭ সালে। ১৯০৩ সালে বিশ্ববিদ্যালয়টিতে পরীক্ষামূলকভাবে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা শুরু হয়। পরবর্তী সময়ে এটি এশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয়টিতে মাত্র ২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। এ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ে পড়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বছরে ৫ লাখ ইয়েনের বেশি টিউশন ফি দিতে হবে। তবে জাপানের জনপ্রিয় মেক্সট স্কলারশিপ অর্জন করে আপনি বিনা মূল্যে মনোবিজ্ঞানে ডিগ্রি নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত