সিফাত রাব্বানী
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
মাদারীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঐতিহ্য অথৈ রায়। মিমিক্রি করে এরই মধ্যে জনপ্রিয় তিনি।
ছোটবেলায় অথৈ রায়ের শব্দ বা কথা অনুকরণ করতে ভালো লাগত। বিভিন্ন সিনেমা এবং কার্টুন চরিত্রের কণ্ঠ তাঁর কাছে মজার মনে হতো। যেসব চরিত্র তাঁর পছন্দের ছিল, সেগুলোর কণ্ঠ অনুকরণ করার চেষ্টা করতেন। অনেক সময় মিলে যেত। এভাবেই মিমিক্রির প্রতি আগ্রহ জন্মায় অথৈ রায়ের।
২০২১ সালে ১০০ চরিত্রের কণ্ঠ মিমিক্রি করেন অথৈ। বাংলাদেশের কার্টুন চরিত্র মিনা, রাজু, মিঠু, অন্যান্য চরিত্র, সিসিমপুরের ইকরি, শেরালি, পার্বতী ইত্যাদি নকল করা হয়েছে তাঁর। এ ছাড়া বাংলাদেশের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পীর কণ্ঠ নকলের চেষ্টা করেছেন।
অথৈ বলেন, ‘কণ্ঠ অনুকরণ আসলে অনেকটা তাঁর সহজাত গুণ। সেভাবে প্রস্তুতি নিয়ে কারও কাছে শেখেননি। সে জন্য এই সহজাত গুণের বহিঃপ্রকাশ সময়ে সময়ে হয়েই যায়।’
বাড়িতে একেকজনের সঙ্গে একেক রকম কথা বলেন তিনি। মা-বাবার সামনে এক রকম, আত্মীয়স্বজনের সামনে আরেক রকম। যাঁর সঙ্গে যখন কথা বলেন, তাঁরা ধরে নেন, ওটাই তাঁর আসল কণ্ঠ। মজার বিষয় হলো, কেউ আঁচই করতে পারেন না। তিনি চাইলে আরও অন্য রকম কণ্ঠেও তাঁদের সঙ্গে কথা বলতে পারেন।
অথৈ খুব শান্ত, কিন্তু উপযুক্ত পরিবেশ পেলে পুরো রুম হাসি-ঠাট্টায় ভরিয়ে দিতে পারেন। আবার গম্ভীর পরিস্থিতে গম্ভীর। অথৈ একজন আদর্শ নাগরিক হিসেবে বড় হতে চান। মানুষের জন্য ভালো কিছু করাই তাঁর লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
১৬ ঘণ্টা আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১৭ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১৮ ঘণ্টা আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১৯ ঘণ্টা আগে