মো. সৈয়দুর রহমান
প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু এখন ছিনতাইকারী ও মাদকসেবীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি বড় অংশ এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না।
সম্প্রতি কলাভবনে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলাকালে কক্ষের বাইরে থাকা শিক্ষার্থীদের ব্যাগ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস খোয়া গেছে। এ ছাড়া হলগুলোতে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বেশির ভাগ ক্ষেত্রে ভুয়া শিক্ষার্থী সেজে চুরি করে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। রাতের আঁধারে শিক্ষার্থীদের একটি বড় অংশ আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে চলাচল করছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে দিনের আলোতে চলছে ছিন্নমূল মানুষের অবাধে মাদক সেবন। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে এসব ছিন্নমূল মানুষকে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা পুনরায় ফিরছে ক্যাম্পাসে। টিএসসির মতো ব্যস্ততম সড়কের পাশে মাদকসেবীদের উদ্ভট আচরণে বিভ্রান্ত ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক সময় অর্থ সাহায্য চাওয়ার ছলে তাঁদের করা হচ্ছে হয়রানি।
টিএসসি ও উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অচিরেই পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা না হলে এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রক্টরিয়াল টিমের নজরদারি বাড়ানো না গেলে এ সমস্যাগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু এখন ছিনতাইকারী ও মাদকসেবীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি বড় অংশ এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না।
সম্প্রতি কলাভবনে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলাকালে কক্ষের বাইরে থাকা শিক্ষার্থীদের ব্যাগ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস খোয়া গেছে। এ ছাড়া হলগুলোতে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বেশির ভাগ ক্ষেত্রে ভুয়া শিক্ষার্থী সেজে চুরি করে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। রাতের আঁধারে শিক্ষার্থীদের একটি বড় অংশ আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে চলাচল করছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে দিনের আলোতে চলছে ছিন্নমূল মানুষের অবাধে মাদক সেবন। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে এসব ছিন্নমূল মানুষকে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা পুনরায় ফিরছে ক্যাম্পাসে। টিএসসির মতো ব্যস্ততম সড়কের পাশে মাদকসেবীদের উদ্ভট আচরণে বিভ্রান্ত ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক সময় অর্থ সাহায্য চাওয়ার ছলে তাঁদের করা হচ্ছে হয়রানি।
টিএসসি ও উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অচিরেই পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা না হলে এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রক্টরিয়াল টিমের নজরদারি বাড়ানো না গেলে এ সমস্যাগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে।
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১৫ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে