Ajker Patrika

অনিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

মো. সৈয়দুর রহমান
অনিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণে মুখর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিন্তু এখন ছিনতাইকারী ও মাদকসেবীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। প্রায় প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের একটি বড় অংশ এর কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না। 

সম্প্রতি কলাভবনে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলাকালে কক্ষের বাইরে থাকা শিক্ষার্থীদের ব্যাগ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস খোয়া গেছে। এ ছাড়া হলগুলোতে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। বেশির ভাগ ক্ষেত্রে ভুয়া শিক্ষার্থী সেজে চুরি করে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। রাতের আঁধারে শিক্ষার্থীদের একটি বড় অংশ আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে চলাচল করছেন। 

এ ছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন রাস্তার পাশে দিনের আলোতে চলছে ছিন্নমূল মানুষের অবাধে মাদক সেবন। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে এসব ছিন্নমূল মানুষকে ক্যাম্পাস থেকে বের করে দিলেও তারা পুনরায় ফিরছে ক্যাম্পাসে। টিএসসির মতো ব্যস্ততম সড়কের পাশে মাদকসেবীদের উদ্ভট আচরণে বিভ্রান্ত ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অনেক সময় অর্থ সাহায্য চাওয়ার ছলে তাঁদের করা হচ্ছে হয়রানি। 

টিএসসি ও উপাচার্য চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। অচিরেই পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা না হলে এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রক্টরিয়াল টিমের নজরদারি বাড়ানো না গেলে এ সমস্যাগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে। 

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত