মো. আশিকুর রহমান
প্রিন্স অব ওয়েলস ডায়ানার স্মরণে এ বছর ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। চতুর্থ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৪) বাস্তবায়নে মানসম্মত বিজ্ঞানশিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন শাওন মাহমুদ।
২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেন ‘বিজ্ঞানপ্রিয়’, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বৃহৎ অনলাইন সম্প্রদায় হয়ে উঠেছে। এ পর্যন্ত তাঁরা গবেষণাভিত্তিক বিজ্ঞানের ওপর প্রায় ২৫ হাজার কনটেন্ট এবং ৩৫০টির বেশি তথ্যচিত্র তৈরি করেছেন। ফেসবুক গ্রুপে আলোচনা করেছেন আড়াই লাখের বেশি বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে।
‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি। এই প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্টের সহায়তায় ২০০ স্কুলশিক্ষার্থীকে ১৮ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের সৃজনশীলতা ও গবেষণার আগ্রহ বাড়াতে শাওন বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তিনি প্রকাশ করেন নেবুলা নামের একটি ই-ম্যাগাজিন, যেখানে স্কুলশিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কার এবং কৌতূহল সম্পর্কে প্রতিবেদন ও প্রবন্ধ প্রকাশ করা হয়। গণিতের সূত্রের ভেতর নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া কিংবা খেলার ছলে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট সম্পন্ন করার মতো বিষয়গুলো ম্যাগাজিনে নাম-ছবিসহ প্রকাশ করা হয়। এই ম্যাগাজিন প্রতিবছর ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে শাওন মাহমুদ বলেন, ‘ডায়ানা পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানজনক একটি প্রাপ্তি। এটি কেবল একটি পুরস্কারই নয়, বরং এরই মধ্যে যে পথ আমরা পাড়ি দিয়েছি, তার অনন্য স্বীকৃতি। পথটা যেহেতু সঠিক, তখন গতি বাড়ানোই হবে প্রথম দায়িত্ব। আমরা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানের নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছি। উদ্দেশ্য, দেশ-বিদেশে কর্মরত বাঙালি গবেষকদের সঙ্গে প্রান্তিক শিক্ষার্থীদের সংযোগ সেতু তৈরি করা। দেশের মেধাবী দেশেই থাকবে—এই প্রত্যাশা বাস্তবায়নে দেশে অসংখ্য গবেষণাকেন্দ্রিক কর্মসংস্থান খাত তৈরি করার বিকল্প নেই, যার মূলস্তম্ভ হতে পারে এই পরিকল্পনা।’
বিজ্ঞানপ্রিয়র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্প্রদায় উন্নয়ন ব্যবস্থাপক তানভীর ইশরাক বলেন, ‘২০১৮ সালে বাংলা ভাষায় দৈনন্দিন জীবনের সহজ বিজ্ঞানকে আরও সহজতরভাবে দেশের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বিজ্ঞানপ্রিয়। এই অভিযাত্রায় আমাদের প্রতিষ্ঠাতার ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন চলার পথকে আরও মসৃণ করবে।’
যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসের প্রয়াত স্ত্রী ডায়ানার স্মরণে বিশ্বব্যাপী ৯ থেকে ২৫ বছর বয়সী সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। যারা তাদের কাজের মাধ্যমে নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব ফেলছে, তাদেরই এ পুরস্কারে ভূষিত করা হয়। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম জানানো হয়।
এক অভিনন্দনবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শাওন মাহমুদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও সম্মানের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সম্মাননা তাঁকে বিজ্ঞানশিক্ষার বিস্তার, উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে।’
প্রিন্স অব ওয়েলস ডায়ানার স্মরণে এ বছর ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। চতুর্থ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ৪) বাস্তবায়নে মানসম্মত বিজ্ঞানশিক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন শাওন মাহমুদ।
২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেন ‘বিজ্ঞানপ্রিয়’, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম বাংলা ভাষার বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক। বিগত ছয় বছরে এটি ১৫ লাখের বেশি বিজ্ঞানপ্রেমীর বৃহৎ অনলাইন সম্প্রদায় হয়ে উঠেছে। এ পর্যন্ত তাঁরা গবেষণাভিত্তিক বিজ্ঞানের ওপর প্রায় ২৫ হাজার কনটেন্ট এবং ৩৫০টির বেশি তথ্যচিত্র তৈরি করেছেন। ফেসবুক গ্রুপে আলোচনা করেছেন আড়াই লাখের বেশি বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে।
‘প্রজেক্ট প্রাচি’ শাওনের একাধিক উল্লেখযোগ্য উদ্যোগের একটি। এই প্রকল্পে ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের অন্তত একজনকে প্রাথমিক চিকিৎসায় দক্ষ করে তোলার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্টের সহায়তায় ২০০ স্কুলশিক্ষার্থীকে ১৮ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের সৃজনশীলতা ও গবেষণার আগ্রহ বাড়াতে শাওন বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তিনি প্রকাশ করেন নেবুলা নামের একটি ই-ম্যাগাজিন, যেখানে স্কুলশিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কার এবং কৌতূহল সম্পর্কে প্রতিবেদন ও প্রবন্ধ প্রকাশ করা হয়। গণিতের সূত্রের ভেতর নতুন কোনো সূত্র খুঁজে পাওয়া কিংবা খেলার ছলে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট সম্পন্ন করার মতো বিষয়গুলো ম্যাগাজিনে নাম-ছবিসহ প্রকাশ করা হয়। এই ম্যাগাজিন প্রতিবছর ২১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে শাওন মাহমুদ বলেন, ‘ডায়ানা পুরস্কার আমার জন্য অত্যন্ত সম্মানজনক একটি প্রাপ্তি। এটি কেবল একটি পুরস্কারই নয়, বরং এরই মধ্যে যে পথ আমরা পাড়ি দিয়েছি, তার অনন্য স্বীকৃতি। পথটা যেহেতু সঠিক, তখন গতি বাড়ানোই হবে প্রথম দায়িত্ব। আমরা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানের নেটওয়ার্ক তৈরি করার পরিকল্পনা করছি। উদ্দেশ্য, দেশ-বিদেশে কর্মরত বাঙালি গবেষকদের সঙ্গে প্রান্তিক শিক্ষার্থীদের সংযোগ সেতু তৈরি করা। দেশের মেধাবী দেশেই থাকবে—এই প্রত্যাশা বাস্তবায়নে দেশে অসংখ্য গবেষণাকেন্দ্রিক কর্মসংস্থান খাত তৈরি করার বিকল্প নেই, যার মূলস্তম্ভ হতে পারে এই পরিকল্পনা।’
বিজ্ঞানপ্রিয়র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্প্রদায় উন্নয়ন ব্যবস্থাপক তানভীর ইশরাক বলেন, ‘২০১৮ সালে বাংলা ভাষায় দৈনন্দিন জীবনের সহজ বিজ্ঞানকে আরও সহজতরভাবে দেশের প্রতিটি কোণে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল বিজ্ঞানপ্রিয়। এই অভিযাত্রায় আমাদের প্রতিষ্ঠাতার ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন চলার পথকে আরও মসৃণ করবে।’
যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসের প্রয়াত স্ত্রী ডায়ানার স্মরণে বিশ্বব্যাপী ৯ থেকে ২৫ বছর বয়সী সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। যারা তাদের কাজের মাধ্যমে নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব ফেলছে, তাদেরই এ পুরস্কারে ভূষিত করা হয়। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চলতি বছরের ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম জানানো হয়।
এক অভিনন্দনবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শাওন মাহমুদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও সম্মানের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সম্মাননা তাঁকে বিজ্ঞানশিক্ষার বিস্তার, উদ্ভাবনী কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আই ক্যাম্প–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শিক্ষক–শিক্ষার্থীদের চক্ষু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেচীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রেসিডেনশিয়াল স্কলারশিপ দিচ্ছে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রেসিডেনশিয়াল স্কলারশিপের জন্য আবেদনপ্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। গবেষকদের আশঙ্কা, যেকোনো সময় ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প দেশে আঘাত হানবে।
১০ ঘণ্টা আগেগত দুই দশকে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীর পাশাপাশি বেড়েছে ট্রান্সন্যাশনাল এডুকেশন বা আন্তদেশীয় শিক্ষার চাহিদা। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজ নিজ দেশে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
১০ ঘণ্টা আগে