স্প্রিং ২০২৫ সেমিস্টার
ফিচার ডেস্ক
সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত স্প্রিং সেমিস্টার ২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এ বছর নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল অর্জনকারী ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
এনএসইউর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চতর শিক্ষার জায়গা নয়, এটি জাতীয় অগ্রগতির জন্য গবেষণার একটি কেন্দ্র। আমরা এখনো জাতীয় নীতি নির্ধারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গী করতে পারিনি। জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশকে স্থিতিশীল রাখতে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন গ্র্যাজুয়েট তৈরি করা, যাঁরা কেবল একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবেন। এনএসইউর ক্লাব ও বিভিন্ন এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটি নতুন শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেতে এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনীতে এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান সবার প্রতি ধন্যবাদ জানান। শেষ পর্যন্ত এনএসইউ সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আয়োজিত স্প্রিং সেমিস্টার ২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এ বছর নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল অর্জনকারী ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’
এনএসইউর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চতর শিক্ষার জায়গা নয়, এটি জাতীয় অগ্রগতির জন্য গবেষণার একটি কেন্দ্র। আমরা এখনো জাতীয় নীতি নির্ধারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গী করতে পারিনি। জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সিদ্ধান্তই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনারা এরই মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু দেশকে স্থিতিশীল রাখতে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এমন গ্র্যাজুয়েট তৈরি করা, যাঁরা কেবল একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবেন। এনএসইউর ক্লাব ও বিভিন্ন এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটি নতুন শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেতে এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।
অনুষ্ঠানের সমাপনীতে এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান সবার প্রতি ধন্যবাদ জানান। শেষ পর্যন্ত এনএসইউ সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস) মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১২ ঘণ্টা আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১২ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
১২ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগে