Ajker Patrika

নজরুল বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব

মো. আশিকুর রহমান
নজরুল বিশ্ববিদ্যালয়  ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিলেন ফজলে হাসান শিশির। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘ঝিরি পথ পেরিয়ে’ নামের যে চলচ্চিত্রে অনুদান পেয়েছেন, তার চিত্রনাট্যও লিখেছেন তিনি। শিশির বিশ্ববিদ্যালয়টির চলচ্চিত্রপ্রেমী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব।

শিশির যে সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, তখনো একটা বেশ ঘরোয়া পরিবেশ বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে। তবে যেহেতু বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে থাকেন না, তাই ক্লাস-পরবর্তী সময়ে একটা শূন্যতা ভর করত ক্যাম্পাসে। সে সময় এ ক্লাব তৈরির আইডিয়া আসে শিশিরের মাথায়। ক্লাবটির আইডিয়া ছিল চলচ্চিত্র ও আলোকচিত্রশিল্পকে উপজীব্য করে নিজেদের আরও পরিশীলিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা।

ক্লাবটি যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হওয়ার প্রায় সাত বছর আগে, ২০০৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি নিয়মিতভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন শুরু করে। এগুলো প্রদর্শনের ব্যবস্থা হতো কখনো থিয়েটার ডিপার্টমেন্টের স্টুডিও থিয়েটার হলে, কখনো ইংরেজি বিভাগের বারান্দায়। প্রতি সপ্তাহের মঙ্গলবার বা বৃহস্পতিবার চলত ক্ল্যাসিক চলচ্চিত্র প্রদর্শনীর এ আয়োজন। ২০১৬ সালে প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় শর্টফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে ক্লাবটি। পরবর্তী সময়ে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু করা হয়।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথ আয়োজনে সংগঠনটি ক্যাম্পাসে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসবে মুক্তিযুদ্ধকেন্দ্রিক বিভিন্ন পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। ক্লাবটি জাতিসংঘ, বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল, দ্য ডেইলি স্টার-সেলিব্রেটিং লাইফ, উইমেন পিচ ক্যাফেসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণবিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে থাকে।

১৪ বছরের ব্যবধানে শিশির ছাড়াও ক্লাবের উল্লেখযোগ্যসংখ্যক সদস্য চলচ্চিত্র ও শর্টফিল্ম নির্মাণ, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় বিজয়ী, বিদেশে ফিল্ম নিয়ে উচ্চশিক্ষাসহ চলচ্চিত্রের নানা ক্ষেত্রে অবদান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত