Ajker Patrika

ইউনিভার্সিটি অব বার্নে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ

শিক্ষা ডেস্ক
ইউনিভার্সিটি অব বার্ন। ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব বার্ন। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে ইউনিভার্সিটি অব বার্ন বৃত্তি ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তিটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।

বার্ন বিশ্ববিদ্যালয় দেশটির রাজধানী বার্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৩৪ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টিতে ৮টি অনুষদ এবং প্রায় ১৫০টি ইনস্টিটিউটে পাঠদান চলমান রয়েছে। প্রায় ১৯ হাজার শিক্ষার্থী নিয়ে বার্ন বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে ৫২৯ জন অধ্যাপক রয়েছেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার খরচের জন্য মাসিক ভাতা দেওয়া হবে। এ ছাড়া থাকছে আবাসন সহায়তা, স্বাস্থ্যবিমা কভারেজ, ভ্রমণ ভাতা, গবেষণা ও অধ্যয়ন অনুদান। শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আরও সুযোগ-সুবিধাও ব্যবহার করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের সুইজারল্যান্ডে নাগরিকত্ব থাকা যাবে না। তাঁদের আকর্ষণীয় একাডেমিক ফল থাকতে হবে। যাঁদের স্নাতক ডিগ্রি আছে, তাঁরা মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। যাঁদের মাস্টার্স ডিগ্রি আছে, তাঁরা ডক্টরেট প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

অনলাইন আবেদনপত্র, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি, গবেষণা প্রস্তাব (প্রযোজ্য ক্ষেত্রে), আপডেট করা জীবনবৃত্তান্ত বা সিভি, ব্যক্তিগত বিবৃতি ও সুপারিশপত্র।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত