মুসাররাত আবির
আজকের দুনিয়ায় কোনো পণ্য আপনার হাতের নাগালে আসা মানেই এর পেছনে রয়েছে অসংখ্য ধাপে সাজানো এক জটিল প্রক্রিয়া। কৃষকের খামার থেকে খাবার কিংবা কারখানা থেকে ফিনিশড পণ্য—সবকিছুর মূলেই রয়েছে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ বা এসসিএম। এই খাত এখন ব্যবসার অন্যতম চালিকা শক্তিই শুধু নয়, বরং বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিকও বটে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া মানে শুধু আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ নয়; দেশে ফিরে রপ্তানি, ই-কমার্স বা শিল্প উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তোলার এক দারুণ সম্ভাবনা।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কেন পড়বেন
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমন এক বিষয়ে পড়াশোনা, যেখানে আপনি শিখবেন কীভাবে একটি পণ্য তৈরি থেকে শুরু করে তা গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে দক্ষভাবে পরিচালনা করতে হয়। এতে লজিস্টিকস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কেনাকাটা, উৎপাদন পরিকল্পনা, তথ্য বিশ্লেষণসহ নানা গুরুত্বপূর্ণ দিক শেখানো হয়।
বিশ্বজুড়ে এই দক্ষতার ব্যাপক চাহিদা বাড়ছে। কারণ, প্রতিটি প্রতিষ্ঠান চায় তাদের পণ্য দ্রুত, কম খরচে এবং কার্যকরভাবে গ্রাহকের কাছে পৌঁছাক। ফলে বিষয়টি পড়ে আপনি শুধু বিদেশ নয়, দেশেও বড় পরিসরে অবদান রাখতে পারবেন।
সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের যেখানে পড়তে পারেন এসসিএম
বিশ্বের নানা প্রান্তে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো সাপ্লাই চেইনের ওপর বিশ্বমানের প্রোগ্রাম চালু রেখেছে। নিচে র্যাংকিং, কোর্সের মান, খরচ এবং বৃত্তির সুবিধা বিবেচনায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠান তুলে ধরা হলো:
১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্র
কোর্স: মাস্টার্স অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
খরচ: প্রায় ৮০,০০০ ডলার (১০ মাস)
ভাষা: ইংরেজি (টোয়েফল ৯০+/আইইএলটিএস ৭.০+)
উল্লেখযোগ্য স্কলারশিপ: আংশিক সহায়তা, ফুলব্রাইট
২. ইউনিভার্সিটি অব মিশিগান, যুক্তরাষ্ট্র
কোর্স: ব্যাচেলর ও মাস্টার্স
খরচ: প্রতিবছর ৫৫,০০০-৬০,০০০ ডলার
ভাষা: টোয়েফল ১০০+
উল্লেখযোগ্য স্কলারশিপ: বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৩. মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
কোর্স: ব্যাচেলর, এমবিএ, এমএস
খরচ: প্রতিবছর ৪১,০০০-৫২,০০০ ডলার
ভাষা: টোয়েফল ৭৯+
উল্লেখযোগ্য স্কলারশিপ: বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৪. ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
কোর্স: ১ বছরের মাস্টার্স প্রোগ্রাম
খরচ: প্রায় ৩১,০০০ পাউন্ড
ভাষা: আইইএলটিএস ৬.৫+
উল্লেখযোগ্য স্কলারশিপ: শেভনিং, কমনওয়েলথ
৫. রটারডাম স্কুল অব ম্যানেজমেন্ট, নেদারল্যান্ডস
কোর্স: ১ বছরের মাস্টার্স
খরচ: ২৪,৬০০ ইউরো
ভাষা: আইইএলটিএস ৬.৫
উল্লেখযোগ্য স্কলারশিপ: হল্যান্ড স্কলারশিপ
৬. টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, জার্মানি
কোর্স: মাস্টার্স
খরচ: প্রায় ফ্রি (শুধু সেমিস্টার ফি)
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: ডাড
৭. ম্যাকগিল ইউনিভার্সিটি, কানাডা
কোর্স: ১ বছরের মাস্টার্স
খরচ: প্রায় ২১,৫০০ কানাডিয়ান ডলার
ভাষা: আইইএলটিএস ৭.০ বা টোয়েফল ১০০
উল্লেখযোগ্য স্কলারশিপ: এন্ট্রান্স অ্যাওয়ার্ড, কমনওয়েলথ
৮. এইচইসি মন্ট্রিয়ল, কানাডা
কোর্স: ১৬-২০ মাসের মাস্টার্স
খরচ: প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: প্রদেশ ও বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৯. আরএমআইটি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া
কোর্স: মাস্টার্স অব সাপ্লাই চেইন
খরচ: প্রতিবছর প্রায় ৩৩,৬০০ অস্ট্রেলিয়ান ডলার
ভাষা: আইইএলটিএস ৬.৫
স্কলারশিপ: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস
১০. সারাগোসা লজিস্টিকস সেন্টার, স্পেন
কোর্স: ১০ মাসের ইঞ্জিনিয়ারিং মাস্টার্স প্রোগ্রাম
খরচ: ২৫,০০০ ইউরো
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: ১০০% পর্যন্ত জেডএলসি ও ইরাসমাস মুন্ডুস
বিদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পড়ে আপনি কেবল ভালো চাকরি নয়, একটি আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দেশের জন্য কিছু করার সুযোগও পাবেন। সঠিক প্রস্তুতি, সময়মতো আবেদন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত—এই তিনটি থাকলে আপনার স্বপ্ন সফল হওয়াটা শুধু সময়ের ব্যাপার।
সূত্র: টপ ইউনিভার্সিটিস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং
আজকের দুনিয়ায় কোনো পণ্য আপনার হাতের নাগালে আসা মানেই এর পেছনে রয়েছে অসংখ্য ধাপে সাজানো এক জটিল প্রক্রিয়া। কৃষকের খামার থেকে খাবার কিংবা কারখানা থেকে ফিনিশড পণ্য—সবকিছুর মূলেই রয়েছে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ বা এসসিএম। এই খাত এখন ব্যবসার অন্যতম চালিকা শক্তিই শুধু নয়, বরং বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিকও বটে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া মানে শুধু আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ নয়; দেশে ফিরে রপ্তানি, ই-কমার্স বা শিল্প উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তোলার এক দারুণ সম্ভাবনা।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কেন পড়বেন
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এমন এক বিষয়ে পড়াশোনা, যেখানে আপনি শিখবেন কীভাবে একটি পণ্য তৈরি থেকে শুরু করে তা গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াকে দক্ষভাবে পরিচালনা করতে হয়। এতে লজিস্টিকস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কেনাকাটা, উৎপাদন পরিকল্পনা, তথ্য বিশ্লেষণসহ নানা গুরুত্বপূর্ণ দিক শেখানো হয়।
বিশ্বজুড়ে এই দক্ষতার ব্যাপক চাহিদা বাড়ছে। কারণ, প্রতিটি প্রতিষ্ঠান চায় তাদের পণ্য দ্রুত, কম খরচে এবং কার্যকরভাবে গ্রাহকের কাছে পৌঁছাক। ফলে বিষয়টি পড়ে আপনি শুধু বিদেশ নয়, দেশেও বড় পরিসরে অবদান রাখতে পারবেন।
সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের যেখানে পড়তে পারেন এসসিএম
বিশ্বের নানা প্রান্তে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো সাপ্লাই চেইনের ওপর বিশ্বমানের প্রোগ্রাম চালু রেখেছে। নিচে র্যাংকিং, কোর্সের মান, খরচ এবং বৃত্তির সুবিধা বিবেচনায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠান তুলে ধরা হলো:
১. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, যুক্তরাষ্ট্র
কোর্স: মাস্টার্স অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
খরচ: প্রায় ৮০,০০০ ডলার (১০ মাস)
ভাষা: ইংরেজি (টোয়েফল ৯০+/আইইএলটিএস ৭.০+)
উল্লেখযোগ্য স্কলারশিপ: আংশিক সহায়তা, ফুলব্রাইট
২. ইউনিভার্সিটি অব মিশিগান, যুক্তরাষ্ট্র
কোর্স: ব্যাচেলর ও মাস্টার্স
খরচ: প্রতিবছর ৫৫,০০০-৬০,০০০ ডলার
ভাষা: টোয়েফল ১০০+
উল্লেখযোগ্য স্কলারশিপ: বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৩. মিশিগান স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
কোর্স: ব্যাচেলর, এমবিএ, এমএস
খরচ: প্রতিবছর ৪১,০০০-৫২,০০০ ডলার
ভাষা: টোয়েফল ৭৯+
উল্লেখযোগ্য স্কলারশিপ: বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৪. ক্র্যানফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য
কোর্স: ১ বছরের মাস্টার্স প্রোগ্রাম
খরচ: প্রায় ৩১,০০০ পাউন্ড
ভাষা: আইইএলটিএস ৬.৫+
উল্লেখযোগ্য স্কলারশিপ: শেভনিং, কমনওয়েলথ
৫. রটারডাম স্কুল অব ম্যানেজমেন্ট, নেদারল্যান্ডস
কোর্স: ১ বছরের মাস্টার্স
খরচ: ২৪,৬০০ ইউরো
ভাষা: আইইএলটিএস ৬.৫
উল্লেখযোগ্য স্কলারশিপ: হল্যান্ড স্কলারশিপ
৬. টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ, জার্মানি
কোর্স: মাস্টার্স
খরচ: প্রায় ফ্রি (শুধু সেমিস্টার ফি)
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: ডাড
৭. ম্যাকগিল ইউনিভার্সিটি, কানাডা
কোর্স: ১ বছরের মাস্টার্স
খরচ: প্রায় ২১,৫০০ কানাডিয়ান ডলার
ভাষা: আইইএলটিএস ৭.০ বা টোয়েফল ১০০
উল্লেখযোগ্য স্কলারশিপ: এন্ট্রান্স অ্যাওয়ার্ড, কমনওয়েলথ
৮. এইচইসি মন্ট্রিয়ল, কানাডা
কোর্স: ১৬-২০ মাসের মাস্টার্স
খরচ: প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: প্রদেশ ও বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা
৯. আরএমআইটি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া
কোর্স: মাস্টার্স অব সাপ্লাই চেইন
খরচ: প্রতিবছর প্রায় ৩৩,৬০০ অস্ট্রেলিয়ান ডলার
ভাষা: আইইএলটিএস ৬.৫
স্কলারশিপ: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস
১০. সারাগোসা লজিস্টিকস সেন্টার, স্পেন
কোর্স: ১০ মাসের ইঞ্জিনিয়ারিং মাস্টার্স প্রোগ্রাম
খরচ: ২৫,০০০ ইউরো
ভাষা: ইংরেজি
স্কলারশিপ: ১০০% পর্যন্ত জেডএলসি ও ইরাসমাস মুন্ডুস
বিদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পড়ে আপনি কেবল ভালো চাকরি নয়, একটি আন্তর্জাতিক ক্যারিয়ার এবং দেশের জন্য কিছু করার সুযোগও পাবেন। সঠিক প্রস্তুতি, সময়মতো আবেদন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত—এই তিনটি থাকলে আপনার স্বপ্ন সফল হওয়াটা শুধু সময়ের ব্যাপার।
সূত্র: টপ ইউনিভার্সিটিস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। দিনটি স্মরণীয় করে রাখার জন্য পয়লা বৈশাখের শুরু থেকে বিইউপির মনপুরা মাঠ এবং কনকোর্সে ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ ঘণ্টা আগেপরিবার, সমাজ ও দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১০ ঘণ্টা আগেআজকের যুগে ফিন্যান্স বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের আর্থিক লেনদেন পরিচালনায় ফিন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থায়ন, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক নীতি ফিন্যান্সের মূল বিষয়। ভবিষ্যতে প্রযুক্তির অগ্রগতি ফিন্যান্স ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনবে। ফিনটেক...
১৮ ঘণ্টা আগেএসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জন বহিষ্কৃত হয়েছে। এদিন অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে আজ বিকেলে এ তথ্য জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে