Ajker Patrika

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২: ১৩
ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু

চারুকলা ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। বিভাগীয় শহরে অন্যান্য ইউনিটের পরীক্ষা হলেও চারুকলা ইউনিটে শিক্ষার্থী কম হওয়ায় শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, চারুকলা ইউনিটে আসনসংখ্যা ১৩০। আবেদন করেছেন ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়বেন ৫৪ জন পরীক্ষার্থী। 

মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়, সেখানে ১০০ নম্বর ভর্তি পরীক্ষায় (এমসিকিউ ও লিখিত) আর মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। 

চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অঙ্কন (ব্যবহারিক পরীক্ষা) হবে। বাকি তিন ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলার এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত