Ajker Patrika

জেড এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইবি অধ্যাপক লোকমান হাকিম

প্রতিনিধি, ইবি
জেড এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ইবি অধ্যাপক লোকমান হাকিম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম শরীয়তপুরের জেড এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন। আজ শনিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী সোমবার অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম উপাচার্য পদে যোগদান করবেন।

অফিস আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী ড. তালুকদার মো. লোকমান হাকিমকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন। এ পদে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তাঁকে নিয়োগ প্রদান করা হলো। 

উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে ইবি অধ্যাপক ড. তালুকদার মো. লোকমান হাকিম বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে আসছি। যার ফল পেয়ে আমি সত্যিই আবেগে আপ্লুত। আমি মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’ 

প্রসঙ্গত, অধ্যাপক লোকমান হাকিম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রভোস্ট, সাবেক প্রক্টর ও ইবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত