নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্নাতকদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ভার্চুয়াল জব ফেয়ার-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের (সিসিডি) উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে মোট ৩০ প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি ও মানবসম্পদ বিভাগের প্রধানদের অংশগ্রহণে সেশন পরিচালনা করা হয়।
চাকরি মেলায় উপস্থিত বক্তারা বলেন, বিভিন্ন কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এ জব ফেয়ারের আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের পেশা নির্বাচন করতে পারছে। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও তাদের ব্যবসা ও কর্মকাণ্ডের লক্ষ্য অর্জনে পছন্দের প্রার্থী খুঁজতে পারছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিডেটের চেয়ারম্যান মাসুদ খান বলেন, কয়েক বছর আগেও যে কাজটি করতে শত শত কর্মী প্রয়োজন হতো, বর্তমানে সেটি কর্মীবিহীন রোবট দিয়ে করা হচ্ছে। চাকরির বাজারে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় না। এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক পাঠের বাইরে বিজনেস স্কিল, সফট স্কিল, আইটি স্কিলসহ নিজেকে গঠনের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফিউচার লিডারসের প্রধান পরামর্শক ও সিইও কাজী এম আহমেদ বলেন, সবার আগে স্নাতকদের ‘সেলফ অ্যাওয়ারনেস’ জরুরি। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তিনি বলেন, সবকিছুকে ইতিবাচক ভাবতে হবে। যা নেই, তা নিয়ে পড়ে থাকলে চলবে না। বরং যা আছে, তাই নিয়ে শুরু করতে হবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। তবেই চাকরি জীবনে ভালো করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার। এ যুগে একাডেমিক শিক্ষার পাশাপাশি কমিউনিকেশন ও টেকনোলজি জ্ঞান না থাকলে চাকরি পাওয়া সম্ভব নয়। শিক্ষার সঙ্গে দক্ষতাও থাকতে হবে। তবেই শিক্ষার্থীরা ক্যারিয়ারসহ যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্ট, রক্সি পেইন্ট, র্যাংগস প্রভৃতি উল্লেখযোগ্য।
স্নাতকদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ভার্চুয়াল জব ফেয়ার-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্টের (সিসিডি) উদ্যোগে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
জব ফেয়ারে মোট ৩০ প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এমডি ও মানবসম্পদ বিভাগের প্রধানদের অংশগ্রহণে সেশন পরিচালনা করা হয়।
চাকরি মেলায় উপস্থিত বক্তারা বলেন, বিভিন্ন কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জানাতেই এ জব ফেয়ারের আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের পেশা নির্বাচন করতে পারছে। একই সঙ্গে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও তাদের ব্যবসা ও কর্মকাণ্ডের লক্ষ্য অর্জনে পছন্দের প্রার্থী খুঁজতে পারছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিডেটের চেয়ারম্যান মাসুদ খান বলেন, কয়েক বছর আগেও যে কাজটি করতে শত শত কর্মী প্রয়োজন হতো, বর্তমানে সেটি কর্মীবিহীন রোবট দিয়ে করা হচ্ছে। চাকরির বাজারে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় না। এ সময় তিনি শিক্ষার্থীদের একাডেমিক পাঠের বাইরে বিজনেস স্কিল, সফট স্কিল, আইটি স্কিলসহ নিজেকে গঠনের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ফিউচার লিডারসের প্রধান পরামর্শক ও সিইও কাজী এম আহমেদ বলেন, সবার আগে স্নাতকদের ‘সেলফ অ্যাওয়ারনেস’ জরুরি। নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। তিনি বলেন, সবকিছুকে ইতিবাচক ভাবতে হবে। যা নেই, তা নিয়ে পড়ে থাকলে চলবে না। বরং যা আছে, তাই নিয়ে শুরু করতে হবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। তবেই চাকরি জীবনে ভালো করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার। এ যুগে একাডেমিক শিক্ষার পাশাপাশি কমিউনিকেশন ও টেকনোলজি জ্ঞান না থাকলে চাকরি পাওয়া সম্ভব নয়। শিক্ষার সঙ্গে দক্ষতাও থাকতে হবে। তবেই শিক্ষার্থীরা ক্যারিয়ারসহ যেকোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ। এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্ট, রক্সি পেইন্ট, র্যাংগস প্রভৃতি উল্লেখযোগ্য।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার ঢাকায় ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেস্টামফোর্ড ইউনিভার্সিটিতে আয়োজিত হয়েছে ‘ফোরাম অ্যান্ড ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪’। বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগেকর্মক্ষেত্র গুছিয়ে রাখার কৌশলের জন্য জাপানিরা আবিষ্কার করেছেন ফাইভ এস পদ্ধতি। ধরুন, সকালে অফিসে ঢুকেই দেখলেন, ডেস্কটা জগাখিচুড়ি। কলম খুঁজে পাচ্ছেন না, দরকারি নোট কোথায় রেখেছেন মনে নেই, চারপাশে কাগজের পাহাড়। এমন অবস্থায় কাজ শুরু করা কি সহজ?
২১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি পদে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চিঠি দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো মামলা শেষে পদোন্নতির মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে।
২ দিন আগে