Ajker Patrika

ডাকসু নির্বাচন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ঢাবি

শিক্ষা ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালককে এ বিষয়ে জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন চিঠিতে স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১৩ জুলাই (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

চিঠিতে প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে অনার্সের ২ জন ও মাস্টার্সের ১ জন শ্রেণি প্রতিনিধিকে (সিআর) মনোনীত করে ওই সভায় উপস্থিত থাকার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের বিভিন্ন বাস রুট কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রিটার্নিং কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের একটি টাইমলাইন প্রকাশ করে। সেই টাইমলাইন অনুসারেই নির্বাচন আয়োজনের কার্যক্রম এগিয়ে চলছে। কর্তৃপক্ষ বলছে, ঢাবি প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় এবং সকল পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

এখন ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান

ভারী বৃষ্টি কোথায় কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ইয়েমেনে ক্লিনিক খুলে ফেঁসে গেছেন ভারতীয় নার্স, এখন ফাঁসির অপেক্ষা

ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে যেভাবে খোঁজ পেত মোসাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত