Ajker Patrika

আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন

ক্যাম্পাস ডেস্ক 
আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: সংগৃহীত
আইইউবিএটিতে চীনা ভাষা শিক্ষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘চীনা ভাষা শিক্ষা কার্যক্রম’-এর উদ্বোধন করেছে। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইইউবিএটির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ এবং শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের যৌথ উদ্যোগে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারম্যান এ টি এম সিরাজুল আলম। বিবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার কোর্সটির পটভূমি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। অধ্যাপক সেলিনা নার্গিস শিক্ষার্থীদের সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং কোর্স সম্পন্ন করার জন্য সবাইকে শুভকামনা জানান।

সমাপনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, ‘বর্তমান বিশ্বব্যবস্থায় চীনের উত্থান যেমন অর্থনৈতিক ও রাজনৈতিক, তেমনি সাংস্কৃতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই চীনা ভাষা শিক্ষার গুরুত্ব এখন সময়ের দাবি। তিনি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক দক্ষতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইমামতি না করেও জেলার শ্রেষ্ঠ ইমাম ওলামা দলের সাবেক নেতা, সমালোচনার ঝড়

বেশি চিন্তা তৈরি পোশাকে, কারখানা বন্ধের শঙ্কা

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত