Ajker Patrika

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৯%

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৩১
বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭৯%

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার শতকরা ৭৯ দশমিক ১৫। 

বাউবির গণসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাউবির এসএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৮৪ হাজার ২০৪। এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২৬ হাজার ২৬ জন। 

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন এ প্লাস, ৮৯৪ জন এ, ৪ হাজার ১৫ জন এ মাইনাস, ৮ হাজার ৬০ জন বি, ১২ হাজার ৪৯৯ জন সি এবং ৫৪৪ জন ডি গ্রেড পেয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৯৩ জন ছাত্র এবং ১০ হাজার ৪৩৩ জন ছাত্রী।

বিস্তারিত বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত