Ajker Patrika

বাঁচতে চান ইবি শিক্ষার্থী আনাস

প্রতিনিধি, ইবি
বাঁচতে চান ইবি শিক্ষার্থী আনাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস ফারুক। এক বছরের বেশি সময় ধরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। 

কৃষক বাবার দিনাজপুরের স্বপ্নবাজ ছেলে আনাস। শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করে পরিবারের হাল ধরার এক বুক আশা নিয়ে আছেন আনাস। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বাবাও হাফ ছেড়েছিলেন। কিন্তু সব স্বপ্নই তাঁর ফিকে হতে যাচ্ছে। 

আনাসের শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় এ পর্যন্ত ৩৯ ব্যাগ রক্ত (এ পজিটিভ) তাঁর শরীরে দেওয়া হয়েছে। এ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তার উন্নত চিকিৎসায় ৩০ লাখ টাকা প্রয়োজন। 

আনাস জানান, করোনার শুরুতে তাঁর শরীরে এ রোগ ধরা পড়ে। শরীরে নিয়মিত রক্ত না দিলে মাথা ঘোরা, দুর্বল ভাব, ঠোঁট, জিহ্বা, চোখের মণি এবং কণ্ঠনালীতে রক্ত জমাট বাঁধে। আবার রক্ত দিলেও কিছুদিনের মধ্যে তা ড্যামেজ হয়ে যায়। 

চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসক বলেছেন, আনাসের মেরুদণ্ডের হাড় ট্রান্সফার করা প্রয়োজন। এ জন্য চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা খরচ হবে। 

কিন্তু এত টাকা জোগাড় করতে না পেরে আনাস স্থানীয় হোমিও চিকিৎসা করাচ্ছেন। মেরুদণ্ডের হাড় ট্রান্সফার, ঋণ থেকে মুক্তি, চিকিৎসা ব্যয়, ওষুধপত্র কেনা ও ভারত যাতায়াতসহ সব মিলিয়ে এখন ৩০ লাখ টাকা প্রয়োজন আনাসের। 

আনাসকে সহায়তা করতে বিভিন্ন মাধ্যমে যে কেউ এগিয়ে আসতে পারবেন তাঁর চিকিৎসায়। আনাসকে সহযোগিতা করতে পারেন-হিসাব নম্বর (মো. আনাস ফারুক) ০২০০০১৬৩৫৩৩২৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, মালদহ পট্টি শাখা, দিনাজপুর। বিকাশ (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫ এবং রকেট (পার্সোনাল) ০১৭৮৩-২০০২৮৫৫। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত