আসিফ শিশির
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ১৪ নভেম্বর থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনই যেহেতু পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট পাঁচটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া হবে।
সেগুলি হলো: অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ; অধ্যায়-২: গতি; অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা; অধ্যায়-৮: আলোর প্রতিফলন এবং অধ্যায়-১১: চলতড়িৎ। বহুনির্বাচনি প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হবে। বহুনির্বাচনির পর সৃজনশীল লিখিত পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে কোনো বাড়তি সময় থাকবে না।
পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার জন্য মোট সময় পাবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ১৫ মিনিট ও পরবর্তী সময়ে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট সময় থাকবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের পাঁচটি অধ্যায়ই রিভাইস দিয়ে রাখবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকতে পারে।
বহুনির্বাচনি পরীক্ষায় ২৫টি প্রশ্ন থেকে তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। তুলনামূলক সহজ ও পরিচিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সব কটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেওয়া যেতে পারে।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। এ জন্য সময় পাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রশ্ন পেয়ে শুরুতেই সব প্রশ্ন উদ্দীপকসহ ভালোভাবে দেখে নিতে হবে। সেখান থেকে তুলনামূলক সহজ ও পরিচিত ২টি প্রশ্ন বাছাই করবে। কখনোই অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড এবং টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্ন রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। এই শেষ মুহূর্ত এসে নতুন ও জটিল প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। লেখার সময় কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে।
খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না। কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস দিতে হবে। কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা নিয়ে টেনশন না করে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ১৪ নভেম্বর থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথম দিনই যেহেতু পদার্থবিজ্ঞান পরীক্ষা, তাই প্রশ্নের মানবণ্টন ও সময় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, পদার্থবিজ্ঞান পরীক্ষায় মোট পাঁচটি অধ্যায়ের ওপর প্রশ্ন দেওয়া হবে।
সেগুলি হলো: অধ্যায়-১: ভৌতরাশি এবং পরিমাপ; অধ্যায়-২: গতি; অধ্যায়-৪: কাজ, শক্তি ও ক্ষমতা; অধ্যায়-৮: আলোর প্রতিফলন এবং অধ্যায়-১১: চলতড়িৎ। বহুনির্বাচনি প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরু হবে। বহুনির্বাচনির পর সৃজনশীল লিখিত পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে কোনো বাড়তি সময় থাকবে না।
পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষার জন্য মোট সময় পাবে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষার শুরুতে বহুনির্বাচনি অংশের জন্য ১৫ মিনিট ও পরবর্তী সময়ে সৃজনশীল লিখিত অংশের জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট সময় থাকবে।
বহুনির্বাচনি অংশের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের পাঁচটি অধ্যায়ই রিভাইস দিয়ে রাখবে। প্রতিটি অধ্যায় থেকেই বহুনির্বাচনি প্রশ্ন থাকতে পারে।
বহুনির্বাচনি পরীক্ষায় ২৫টি প্রশ্ন থেকে তোমাকে মাত্র ১২টির উত্তর দিতে হবে। তুলনামূলক সহজ ও পরিচিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। জটিল ও অজানা প্রশ্নগুলো এড়িয়ে যাবে। সব কটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব। বহুনির্বাচনি অংশের রিভাইসের জন্য টেস্ট পেপারের সাহায্য নেওয়া যেতে পারে।
সৃজনশীল লিখিত অংশে মোট ৮টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। এ জন্য সময় পাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রশ্ন পেয়ে শুরুতেই সব প্রশ্ন উদ্দীপকসহ ভালোভাবে দেখে নিতে হবে। সেখান থেকে তুলনামূলক সহজ ও পরিচিত ২টি প্রশ্ন বাছাই করবে। কখনোই অজানা তথ্যসমৃদ্ধ উদ্দীপকের প্রশ্নের উত্তর করতে যাওয়া উচিত হবে না। বোর্ড এবং টেস্ট পেপারে প্রদত্ত বিভিন্ন স্কুলের প্রশ্ন রিভাইস দেবে। যে অধ্যায়ে বিগত বছরের বোর্ড প্রশ্নের সংখ্যা বেশি, সেই অধ্যায় বেশি করে রিভাইস দেবে। এই শেষ মুহূর্ত এসে নতুন ও জটিল প্রশ্ন রিভাইস দিয়ে সময় নষ্ট করবে না। শুধু তোমার বোধগম্য বিষয়গুলোই রিভাইস দেবে।
পরীক্ষার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। লেখার সময় কিছু ভুলে গেলে আতঙ্কগ্রস্ত হবে না; বরং ঠান্ডা মাথায় মনে করার চেষ্টা করবে।
খাতায় স্পষ্ট করে লিখবে ও যথেষ্ট জায়গা নিয়ে লিখবে। খাতায় অযথা কাটাকাটি করবে না। কিছু ভুল হলে একটানে কেটে দেবে। গাণিতিক হিসাব-নিকাশে অবশ্যই সৌন্দর্য বজায় রাখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস দিতে হবে। কোনো ভুল চোখে পড়লে সেটা সংশোধন করে নেবে। পরীক্ষা নিয়ে টেনশন না করে পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
তোমাদের সাফল্য কামনায় অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল।
আসিফ শিশির
প্রভাষক, পদার্থবিজ্ঞান সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ, ঢাকা।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১৭ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে