Ajker Patrika

আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাককানইবির শিক্ষার্থী

প্রতিনিধি, জাককানইবি
আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯: ৪০
আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাককানইবির শিক্ষার্থী

বিশ্বের ৯টি দেশের ১৮৫ জনকে পরাজিত করে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী আশরাফুন নাহার। এশিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের আয়োজনে বেষ্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। 

প্রতিযোগীতায় আশরাফুন নাহারের শিল্পকর্মবিষয়টি নিশ্চিত করেছেন জাককানইবির চারুকলা অনুষদের পক্ষে ড. সিদ্ধার্থ দে। তিনি জানান, শিক্ষার্থীদের শিল্পকর্ম অনলাইনে সংগ্রহ করা হয় এবং শিল্পকর্মগুলো ভার্চ্যুয়ালি প্রদর্শিত হয়। এটির আয়োজক দেশ ছিল মালয়েশিয়া। 

জানা যায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জনকে বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কৃত হন আশরাফুন নাহার। বাংলাদেশ থেকে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। যারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

প্রতিযোগীতায় আশরাফুন নাহারের শিল্পকর্মবাকি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, আশরাফুন নাহার, শ্রাবণী দাস, তাসনোভা শারমিন, শর্মিষ্ঠা রায়, মো. জাহিদ হোসেন, রাখি আক্তার, সোনিয়া তাবাসসুম। এ ছাড়াও বাংলাদেশ থেকে অনুষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন জাককানইবি এর সহকারী অধ্যাপক আল মনজুর এলাহী। তারা সবাই জাককানইবি এর চারুকলা অনুষদের শিক্ষার্থী। 

প্রতিযোগীতায় আশরাফুন নাহারের শিল্পকর্মঅনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশ। এ ছাড়া ডিগ্রি শোকেস উপস্থাপনা এবং শিল্প ও নকশা জগতের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত