আইভি লিগের প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত ভর্তির সিদ্ধান্ত একটি দিনে অনলাইনে প্রকাশ করে, এই দিনটিকে ‘আইভি ডে’ বলা হয়। এ বছর আইভি ডে ছিল ১ এপ্রিল, শুক্রবার। ‘ওই দিন যেই প্রিন্সটনের পোর্টালটা খুলি, অমনি দেখি বাঘের ছবি এবং নিচে লেখা অভিনন্দন।’ প্রিন্সটনে ভর্তির অভিজ্ঞতা নিয়ে জানিয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাবাব তাসরিফ জামান।
এ যেন দারুণ অনুভূতি
আইভি লিগের প্রতিষ্ঠানগুলো বাইরের শিক্ষার্থী সাধারণত কম নেয়। তার ওপর ভর্তির প্রক্রিয়া অনেক জটিল। স্বপ্ন ছিল, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ব। প্রিন্সটন ছাড়াও টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাই। এত বড় একটি অর্জন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল।
প্রিন্সটন নিয়ে জানা-অজানা
প্রিন্সটন আমেরিকার সবচেয়ে পুরোনো এবং ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৭৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৬০০ একর জমি নিয়ে নিউ জার্সির বুকে অবস্থিত। ক্যাম্পাসের ভেতর সবুজ গাছ-গাছালির মাঝে দাঁড়িয়ে আছে ২০০টি বিল্ডিং-রেসিডেনসিয়াল ক্যাম্পাস, নানান ল্যাব, স্টুডেন্ট সেন্টার, অপেরা, সিনেমা থিয়েটার, মিউজিয়াম, জিম, বাস্কেটবল এরেনা আরও কত-কী! আছে এক বিশাল রাগবি স্টেডিয়াম, বোটিংয়ের হাউস ও লেক।
ছাত্রদের থাকার জন্য আছে সাতটি রেসিডেনসিয়াল কলেজ, যার মধ্যে একটি চালু হয়েছে এ বছর। ছাত্রদের জন্য রয়েছে বুফে খাবারের ব্যবস্থা, নানান ইসিএর সুযোগ, পড়ার লাইব্রেরি, ইত্যাদি।
প্রিন্সটন সেমিস্টার সিস্টেমে চলে। আগস্ট থেকে ডিসেম্বর একটি সেমিস্টার এবং ডিসেম্বরের শেষে ‘ডিনস্ ডে’তে রিসার্চ পেপার জমা দিতে হয়। উইন্টার ব্রেকের পর শুরু হয় দ্বিতীয় সেমিস্টার, যা চলে এপ্রিল পর্যন্ত। প্রথম সেমিস্টারে ফ্রেশম্যানদের নিতে হয় চারটি কোর্স, পরের সেমিস্টারে পাঁচটি।
যেভাবে প্রস্তুতি শুরু
অ্যাপ্লিকেশন, রচনা বা এসে, টোয়েফেল এবং স্যাটের প্রস্তুতি যদিও শুরু করেছিলাম ক্লাস ১১ থেকে, আসল প্রস্তুতি শুরু হয়েছিল ক্লাস ৯ থেকেই। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস ৯ থেকেই একজন শিক্ষার্থীর রেজাল্ট এবং ইসিএগুলো দেখে। ও লেভেলের প্রতিটি বিষয়েই এ-স্টার, এএস লেভেলে প্রতিটিতে এ ছিল। ক্লাস ৯ থেকেই শুরু করি ইসিএতে জোর দেওয়া। আমার বিজ্ঞান এবং লেখালেখির প্রতি আগেই আকর্ষণ ছিল। সে জন্য বিজ্ঞান, গণিত এবং স্কুল ম্যাগাজিনে লেখার ক্লাবে যোগ দিই। এদিক থেকে স্কলাস্টিকা আমাকে অনেক সাহায্য করেছে। ক্লাবের সেশনগুলোয় অংশ নিই, ধীরে ধীরে ক্লাব নির্বাচনগুলোতে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারির পদে জয় লাভ করি। সেই সঙ্গে জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় পুরস্কার লাভ করে এগিয়ে যাই। ক্লাস প্রিফেক্ট ও স্টুডেন্ট কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করি। ক্লাস ১১-এ শুরু হয় স্যাট এবং টোয়েফেলের প্রস্তুতি। বই কিনে প্র্যাকটিস করি এবং পরীক্ষাগুলো দিই, অনলাইনে খান একাডেমি, ইউটিউবের সাহায্য নিই এবং ইংরেজি পত্রিকা পড়ি। আন্তর্জাতিক বিজ্ঞানমেলা, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, গণিতে জাতীয় লেভেলে পুরস্কার অর্জন করেছি। সেগুলোর পাশাপাশি পত্রিকায় আর্টিকেল লিখি, নিজের ব্লগ শুরু করি। ক্লাস ১১তেই শুরু করে দিই ‘কমন অ্যাপ’, যেটা আমেরিকার বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার অ্যাপ্লিকেশন। ক্লাস ১২তে উঠে টিএমএসএসের ইন্টার্নশিপ করি এবং পাশাপাশি চলে অ্যাপ্লিকেশনের রচনা লেখার কাজ। রচনা লেখার ক্ষেত্রে পড়াশোনাও চালিয়ে যাই।
Essay-এর ওপর বিশেষ নজর
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে Essay বা রচনাগুলো। একটি অ্যাপ্লিকেশনকে ভাঙে বা গড়ে এই Essayগুলোই। মূল একটি Essay তো আছেই, পাশাপাশি টপ ইউনিভার্সিটিগুলোর জন্য সংযোজিত কিছু essayও আছে। মনে রাখতে হবে, Essayগুলো যেন এক-একটা ভিন্ন গল্প বলে এবং যেন নিজের রেজুমের মতো না দেখায়। আইডিয়াগুলো যেন অনন্য ও আকর্ষণীয় হয় এবং যেন গতানুগতিক টপিকের ওপর না হয়। নিজের অর্জন নিয়ে কথা বলা উচিত নয়, কারণ অন্য সেকশনগুলোয় সেগুলো লেখা থাকবে; বরং নিজের ব্যর্থতা কিংবা কমতি এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেগুলো শোধরানোর চেষ্টার কথা বললে অ্যাডমিশন অফিসার খুশি হবেন, কারণ তিনি জানেন যে সেই অ্যাপ্লিকেশন একজন মানুষ এবং সে সব দিকে পারদর্শী না। আগে সফল হওয়া অ্যাপ্লিকেন্টদের Essay পড়ে ধারণা নেওয়া যেতে পারে, তবে একই রকম হয়ে গেলে অ্যাডমিশন অফিসারের নজরে পড়তে পারে।
ভবিষ্যতের ইচ্ছা
আমার আপাতত ইচ্ছা আন্ডারগ্রাউন্ডের পর মাস্টার্স এবং পিএইচডি করার। ইচ্ছা আছে ন্যানো টেক ও সাসটেইনেবল এনার্জি নিয়ে রিসার্চ করার এবং সুপারকোন্ডাক্টরের ওপর কাজ করার। পাশাপাশি নিজের দেশে একটি রিসার্চ ফার্ম শুরু করারও ইচ্ছা আছে। বলা বাহুল্য, প্রিন্সটনের প্রফেসররা বিশ্বের সেরাদের মধ্যে কয়েকজন। আছেন নোবেল লরিয়েটরা। সেখানে ফিজিকস ডিপার্টমেন্টে আছেন বাংলাদেশি প্রফেসর এম জাহিদ হাসান। তিনি ইউজিন হিগিনস্ প্রফেসর অব ফিজিকসখ্যাত এবং আমার স্বপ্ন ওনার সঙ্গে কোয়ান্টাম ফিজিকস ও সুপার কন্ডাক্টরের ওপর রিসার্চ করার।
অনুলিখন: সাদিয়া আফরিন হীরা
আইভি লিগের প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত ভর্তির সিদ্ধান্ত একটি দিনে অনলাইনে প্রকাশ করে, এই দিনটিকে ‘আইভি ডে’ বলা হয়। এ বছর আইভি ডে ছিল ১ এপ্রিল, শুক্রবার। ‘ওই দিন যেই প্রিন্সটনের পোর্টালটা খুলি, অমনি দেখি বাঘের ছবি এবং নিচে লেখা অভিনন্দন।’ প্রিন্সটনে ভর্তির অভিজ্ঞতা নিয়ে জানিয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাবাব তাসরিফ জামান।
এ যেন দারুণ অনুভূতি
আইভি লিগের প্রতিষ্ঠানগুলো বাইরের শিক্ষার্থী সাধারণত কম নেয়। তার ওপর ভর্তির প্রক্রিয়া অনেক জটিল। স্বপ্ন ছিল, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের একটিতে পড়ব। প্রিন্সটন ছাড়াও টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাই। এত বড় একটি অর্জন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল।
প্রিন্সটন নিয়ে জানা-অজানা
প্রিন্সটন আমেরিকার সবচেয়ে পুরোনো এবং ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৭৪৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ৬০০ একর জমি নিয়ে নিউ জার্সির বুকে অবস্থিত। ক্যাম্পাসের ভেতর সবুজ গাছ-গাছালির মাঝে দাঁড়িয়ে আছে ২০০টি বিল্ডিং-রেসিডেনসিয়াল ক্যাম্পাস, নানান ল্যাব, স্টুডেন্ট সেন্টার, অপেরা, সিনেমা থিয়েটার, মিউজিয়াম, জিম, বাস্কেটবল এরেনা আরও কত-কী! আছে এক বিশাল রাগবি স্টেডিয়াম, বোটিংয়ের হাউস ও লেক।
ছাত্রদের থাকার জন্য আছে সাতটি রেসিডেনসিয়াল কলেজ, যার মধ্যে একটি চালু হয়েছে এ বছর। ছাত্রদের জন্য রয়েছে বুফে খাবারের ব্যবস্থা, নানান ইসিএর সুযোগ, পড়ার লাইব্রেরি, ইত্যাদি।
প্রিন্সটন সেমিস্টার সিস্টেমে চলে। আগস্ট থেকে ডিসেম্বর একটি সেমিস্টার এবং ডিসেম্বরের শেষে ‘ডিনস্ ডে’তে রিসার্চ পেপার জমা দিতে হয়। উইন্টার ব্রেকের পর শুরু হয় দ্বিতীয় সেমিস্টার, যা চলে এপ্রিল পর্যন্ত। প্রথম সেমিস্টারে ফ্রেশম্যানদের নিতে হয় চারটি কোর্স, পরের সেমিস্টারে পাঁচটি।
যেভাবে প্রস্তুতি শুরু
অ্যাপ্লিকেশন, রচনা বা এসে, টোয়েফেল এবং স্যাটের প্রস্তুতি যদিও শুরু করেছিলাম ক্লাস ১১ থেকে, আসল প্রস্তুতি শুরু হয়েছিল ক্লাস ৯ থেকেই। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস ৯ থেকেই একজন শিক্ষার্থীর রেজাল্ট এবং ইসিএগুলো দেখে। ও লেভেলের প্রতিটি বিষয়েই এ-স্টার, এএস লেভেলে প্রতিটিতে এ ছিল। ক্লাস ৯ থেকেই শুরু করি ইসিএতে জোর দেওয়া। আমার বিজ্ঞান এবং লেখালেখির প্রতি আগেই আকর্ষণ ছিল। সে জন্য বিজ্ঞান, গণিত এবং স্কুল ম্যাগাজিনে লেখার ক্লাবে যোগ দিই। এদিক থেকে স্কলাস্টিকা আমাকে অনেক সাহায্য করেছে। ক্লাবের সেশনগুলোয় অংশ নিই, ধীরে ধীরে ক্লাব নির্বাচনগুলোতে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারির পদে জয় লাভ করি। সেই সঙ্গে জাতীয় কিংবা আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় পুরস্কার লাভ করে এগিয়ে যাই। ক্লাস প্রিফেক্ট ও স্টুডেন্ট কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করি। ক্লাস ১১-এ শুরু হয় স্যাট এবং টোয়েফেলের প্রস্তুতি। বই কিনে প্র্যাকটিস করি এবং পরীক্ষাগুলো দিই, অনলাইনে খান একাডেমি, ইউটিউবের সাহায্য নিই এবং ইংরেজি পত্রিকা পড়ি। আন্তর্জাতিক বিজ্ঞানমেলা, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, গণিতে জাতীয় লেভেলে পুরস্কার অর্জন করেছি। সেগুলোর পাশাপাশি পত্রিকায় আর্টিকেল লিখি, নিজের ব্লগ শুরু করি। ক্লাস ১১তেই শুরু করে দিই ‘কমন অ্যাপ’, যেটা আমেরিকার বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার অ্যাপ্লিকেশন। ক্লাস ১২তে উঠে টিএমএসএসের ইন্টার্নশিপ করি এবং পাশাপাশি চলে অ্যাপ্লিকেশনের রচনা লেখার কাজ। রচনা লেখার ক্ষেত্রে পড়াশোনাও চালিয়ে যাই।
Essay-এর ওপর বিশেষ নজর
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে Essay বা রচনাগুলো। একটি অ্যাপ্লিকেশনকে ভাঙে বা গড়ে এই Essayগুলোই। মূল একটি Essay তো আছেই, পাশাপাশি টপ ইউনিভার্সিটিগুলোর জন্য সংযোজিত কিছু essayও আছে। মনে রাখতে হবে, Essayগুলো যেন এক-একটা ভিন্ন গল্প বলে এবং যেন নিজের রেজুমের মতো না দেখায়। আইডিয়াগুলো যেন অনন্য ও আকর্ষণীয় হয় এবং যেন গতানুগতিক টপিকের ওপর না হয়। নিজের অর্জন নিয়ে কথা বলা উচিত নয়, কারণ অন্য সেকশনগুলোয় সেগুলো লেখা থাকবে; বরং নিজের ব্যর্থতা কিংবা কমতি এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেগুলো শোধরানোর চেষ্টার কথা বললে অ্যাডমিশন অফিসার খুশি হবেন, কারণ তিনি জানেন যে সেই অ্যাপ্লিকেশন একজন মানুষ এবং সে সব দিকে পারদর্শী না। আগে সফল হওয়া অ্যাপ্লিকেন্টদের Essay পড়ে ধারণা নেওয়া যেতে পারে, তবে একই রকম হয়ে গেলে অ্যাডমিশন অফিসারের নজরে পড়তে পারে।
ভবিষ্যতের ইচ্ছা
আমার আপাতত ইচ্ছা আন্ডারগ্রাউন্ডের পর মাস্টার্স এবং পিএইচডি করার। ইচ্ছা আছে ন্যানো টেক ও সাসটেইনেবল এনার্জি নিয়ে রিসার্চ করার এবং সুপারকোন্ডাক্টরের ওপর কাজ করার। পাশাপাশি নিজের দেশে একটি রিসার্চ ফার্ম শুরু করারও ইচ্ছা আছে। বলা বাহুল্য, প্রিন্সটনের প্রফেসররা বিশ্বের সেরাদের মধ্যে কয়েকজন। আছেন নোবেল লরিয়েটরা। সেখানে ফিজিকস ডিপার্টমেন্টে আছেন বাংলাদেশি প্রফেসর এম জাহিদ হাসান। তিনি ইউজিন হিগিনস্ প্রফেসর অব ফিজিকসখ্যাত এবং আমার স্বপ্ন ওনার সঙ্গে কোয়ান্টাম ফিজিকস ও সুপার কন্ডাক্টরের ওপর রিসার্চ করার।
অনুলিখন: সাদিয়া আফরিন হীরা
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
২ ঘণ্টা আগেডিজিটাল যুগে ঘরে বসে লেখালেখির মাধ্যমে আয় করা এখন আর স্বপ্ন নয়—বাস্তব। বরং এটি হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার পথ। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় সৃজনশীল কিংবা তথ্যভিত্তিক লেখালেখিতে দক্ষ হন, তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম।
১৬ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১৬ ঘণ্টা আগে