Ajker Patrika

পরীক্ষা নিয়ে টেনশন না করে স্বাস্থ্যের প্রতি যত্ন নাও

শামীমা ইয়াসমিন
পরীক্ষা নিয়ে টেনশন না করে স্বাস্থ্যের প্রতি যত্ন নাও

পৌরনীতি ও নাগরিকতা 

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছ। আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। ১৪ নভেম্বর তোমরা তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ।

করোনার কারণে হয়তো আগের মতো পড়াশোনায় মন বসাতে কিছুটা কঠিন হচ্ছে। তবে পরীক্ষা নিয়ে বিচলিত হওয়া যাবে না। আমরা সবাই জানি, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি।

একটা জীবাণু অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। সার্বিক সচেতনতার মধ্য দিয়ে আমরা যে পরিস্থিতি মোকাবিলা করছি তোমরাও এর অংশীদার। দীর্ঘ ১৮ মাস নিজেদের সুরক্ষিত রাখাটাই  ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা তথা আমাদের সবার মনোযোগের প্রধান কেন্দ্রবিন্দু ছিল। এ অবস্থায় তোমরাও চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছ। দেশের প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ধৈর্য ধরে রাখাই সফলতার পূর্বশর্ত।

ইতিমধ্যেই তোমরা বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রের ধরন সম্পর্কে জেনেছ। অ্যাসাইনমেন্টের অধ্যায়গুলো থেকেই তোমাদের জ্ঞান দক্ষতা অনুযায়ী সাধারণ কিছু প্রশ্ন আসবে। যেগুলোর উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। একই পরিমাণ নম্বরের কোনো প্রশ্নের উত্তর অনেক বড় আবার কোনো প্রশ্নের উত্তর ছোট–এমন যেন না হয়। তাই নির্দিষ্ট সময়ে কতটুকু লেখা যায়, তার অনুশীলন করা যেতে পারে। পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে।

পরীক্ষা নিয়ে কোনো টেনশন না করে তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। পরীক্ষার দিন সকালে পরীক্ষা-সংক্রান্ত সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

শামীমা ইয়াসমিন, প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত