নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো—ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এ ছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এ ছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নতুন তিনটি অনুষদ চালুর চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে দীর্ঘ ৪৩ বছর পর নতুন অনুষদ পেল প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার নতুন অনুষদ চালুর অনুমতি দিয়ে বুয়েট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে ফ্যাকাল্টি অফ পোস্ট গ্রাজুয়েশন চালুর উদ্যোগ নিয়েছিল বুয়েট। তবে সেই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। বুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার দায়িত্ব নেওয়ার পর গত বছর একাডেমিক কাউন্সিলে নতুন অনুষদ চালুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠানো হয়। গতকাল নতুন তিনটি অনুষদ চালুর অনুমতি দিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
চূড়ান্ত অনুমোদন পাওয়া নতুন তিনটি অনুষদ হলো—ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যন্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাকাল্টি অব সায়েন্স। এ ছাড়া রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।
বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউজিসি আনুষ্ঠানিকভাবে নতুন তিনটি ফ্যাকাল্টির অনুমোদন দিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনা হাতে নিয়েছি। এ ছাড়া রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়টিও চালুর কথা ভাবা হচ্ছে।’
দেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বদলি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
১৬ ঘণ্টা আগেজাপানে স্টাডি সাপোর্ট স্কলারশিপ-২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৯ ঘণ্টা আগেবাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ দিন আগে