Ajker Patrika

সম্পূর্ণ অর্থায়িত সাবানসি বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯: ০৭
সম্পূর্ণ অর্থায়িত সাবানসি বিশ্ববিদ্যালয় বৃত্তি

তুরস্কে সাবানসি বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সাবানসি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দেশটির ইস্তাম্বুল শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান ৩৫১-৪০০ এর মধ্যে। বিশ্ববিদ্যালয়টির তিনটি অনুষদ এবং একটি ভাষা স্কুল রয়েছে। এগুলো হলো: প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সাবানসি বিজনেস স্কুল এবং ভাষা স্কুল।

সুযোগ-সুবিধা

আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির প্রয়োজনীয় শর্ত পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে বিবেচিত হবেন। সাবানসি বিশ্ববিদ্যালয়ের একাধিক বৃত্তি রয়েছে। বৃত্তিগুলোর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। মাসিক উপবৃত্তির ব্যবস্থা থাকবে। এ ছাড়া থাকছে আবাসনের ব্যবস্থাও।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান, সাইবার সিকিউরিটি, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং।

কলা ও সামাজিক বিজ্ঞান

অনুষদের অধীনে অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান। সাবানসি বিজনেস স্কুলের অধীন এমএসসি বিজনেস অ্যানালিটিকস, ব্যবস্থাপনা।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য পৃথক পৃথক আবেদনের যোগ্যতা রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করে বিস্তারিত জানতে পারবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী স্নাতকের শিক্ষার্থীরা এ লিংকে ও স্নাতকোত্তর ও পিএইচডির শিক্ষার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগামী ৩০ মে ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত