Ajker Patrika

কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘একাডেমিয়া গোজ বিয়ন্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১: ১৩
কানাডিয়ান ইউনিভার্সিটিতে ‘একাডেমিয়া গোজ বিয়ন্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের উদ্যোগে ‘একাডেমিয়া গোজ বিয়ন্ড’ শীর্ষক একটি সহযোগিতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে পরবর্তী প্রজন্মের স্নাতকদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া বাংলাদেশের ক্রমবর্ধমান আসন্ন চ্যালেঞ্জের জন্য শিক্ষার্থীরা কীভাবে নিজেদের প্রস্তুত করতে পারে, সে বিষয়ে আলোচকেরা শিক্ষার্থীদের জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার শিস স্বাপ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল। কোকাকোলা বাংলাদেশ বেভারেজের ডিরেক্টর, পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এবং অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাক্যাটের গ্রুপ ব্র্যান্ড ম্যানেজমেন্টের প্রধান তৌসিফুল হাসান।

সেমিনারে অন্যদের মধ্যে ট্রাস্টি বোর্ডের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহরুখ আদনান খানসহ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত