মো. আব্দুল মোত্তালেব
বিক্রিয়ার সঠিক সমীকরণ মনে রাখতে হবে। রসায়ন বিষয়ে যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই শিখিবে। তাই রসায়নে বেশি বেশি লিখে পড়তে হয়। রসায়নের যেকোনো বিষয় আলোচনায় বিক্রিয়া লিখতে হয়, বিক্রিয়া লিখতে প্রতীক সংকেত সমীকরণ লিখতে হয়। সমীকরণের মাধ্যমে অঙ্ক করতে হয়। তাই সমীকরণটি সঠিক করা বেশি প্রয়োজন। রসায়নের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন পর্যন্ত সমীকরণ দেখে ভাষাগুলো মনে রাখা সহজ হয়। পরীক্ষার আগের দিন পর্যন্ত লেখার অভ্যাস রাখতে হবে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১. পারমাণবিক বর্ণালি কী?
২. অরবিট কী? শক্তিস্তর কী?
৩. ঘনীভবন পলিমাব বিক্রিয়া কি?
৪. সমগোত্রীয় শ্রেণি কী?
৫. নিউক্লিয়ন সংখ্যা কী?
৬. ফরমালিন কী?
৭. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
৮. ধাতব বন্ধন কাকে বলে?
৯. LPG-এর পূর্ণরূপ কী?
১০. গলনাংক কাকে বলে?
১১. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
১২. মুদ্রা ধাতু কাকে বলে?
১৩. আইসোটোপ কাকে বলে?
১৪. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
১৫. অষ্টক নিয়ম কী?
১৬. ক্যাটায়ন কাকে বলে?
১৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
১৮. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৯. CO2-অণুর আকৃতি কিরূপ?
২০. টলেন বিকারক কী?
২১. সুপ্ত যোজনী কাকে বলে?
২২. দই-এর নিয়ম কী?
২৩. অ্যানায়ন কাকে বলে?
২৪. গাঠনিক সংকেত কাকে বলে?
২৫. অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
২৬. প্যারাফিন কী?
২৭. অ্যালকাইল গ্রুপ কী?
২৮. PVC কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পরমাণুতে কখন বর্ণালি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
২. পরমাণুর সম্পূর্ণভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কেন?
৩. আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন–ব্যাখ্যা করো।
৪. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
৫. একই মৌলের ভিন্নভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব–ব্যাখ্যা করো।
৬. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে ২টি পার্থক্য লেখো।
৭. পর্যায় বৃত্ত ধর্ম বলতে কী বোঝ।
৮. পর্যায় সারনিতে একটি মৌম একটি মাত্র স্থান দখল করে কেন?
৯. ফসফরাস মৌলের পর্যায় সারনিতে অবস্থান ব্যাখ্যা করো।
১০. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
১১. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না লেখ।
১২. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
১৩. হ্যালোজেন বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
১৪. C3H7-একটি অ্যালকাইল মূলক-ব্যাখা করো।
১৬. CO2-গ্যাসের ২টি রাসায়নিক ধর্ম লেখ।
১৮. কার্বনিক এসিডকে দূর্বল এসিড বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব
সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা।
বিক্রিয়ার সঠিক সমীকরণ মনে রাখতে হবে। রসায়ন বিষয়ে যতই পড়িবে ততই ভুলিবে, যতই লিখিবে ততই শিখিবে। তাই রসায়নে বেশি বেশি লিখে পড়তে হয়। রসায়নের যেকোনো বিষয় আলোচনায় বিক্রিয়া লিখতে হয়, বিক্রিয়া লিখতে প্রতীক সংকেত সমীকরণ লিখতে হয়। সমীকরণের মাধ্যমে অঙ্ক করতে হয়। তাই সমীকরণটি সঠিক করা বেশি প্রয়োজন। রসায়নের ক্ষেত্রে পরীক্ষার আগের দিন পর্যন্ত সমীকরণ দেখে ভাষাগুলো মনে রাখা সহজ হয়। পরীক্ষার আগের দিন পর্যন্ত লেখার অভ্যাস রাখতে হবে।
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন
১. পারমাণবিক বর্ণালি কী?
২. অরবিট কী? শক্তিস্তর কী?
৩. ঘনীভবন পলিমাব বিক্রিয়া কি?
৪. সমগোত্রীয় শ্রেণি কী?
৫. নিউক্লিয়ন সংখ্যা কী?
৬. ফরমালিন কী?
৭. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
৮. ধাতব বন্ধন কাকে বলে?
৯. LPG-এর পূর্ণরূপ কী?
১০. গলনাংক কাকে বলে?
১১. পর্যায় সারণির অষ্টক তত্ত্বটি লেখো।
১২. মুদ্রা ধাতু কাকে বলে?
১৩. আইসোটোপ কাকে বলে?
১৪. পারমাণবিক সংখ্যা কাকে বলে?
১৫. অষ্টক নিয়ম কী?
১৬. ক্যাটায়ন কাকে বলে?
১৭. পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
১৮. ইলেকট্রন আসক্তি কাকে বলে?
১৯. CO2-অণুর আকৃতি কিরূপ?
২০. টলেন বিকারক কী?
২১. সুপ্ত যোজনী কাকে বলে?
২২. দই-এর নিয়ম কী?
২৩. অ্যানায়ন কাকে বলে?
২৪. গাঠনিক সংকেত কাকে বলে?
২৫. অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
২৬. প্যারাফিন কী?
২৭. অ্যালকাইল গ্রুপ কী?
২৮. PVC কী?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পরমাণুতে কখন বর্ণালি সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
২. পরমাণুর সম্পূর্ণভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে কেন?
৩. আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত প্রয়োজন–ব্যাখ্যা করো।
৪. পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
৫. একই মৌলের ভিন্নভর সংখ্যা বিশিষ্ট পরমাণু পাওয়া সম্ভব–ব্যাখ্যা করো।
৬. আয়নিকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে ২টি পার্থক্য লেখো।
৭. পর্যায় বৃত্ত ধর্ম বলতে কী বোঝ।
৮. পর্যায় সারনিতে একটি মৌম একটি মাত্র স্থান দখল করে কেন?
৯. ফসফরাস মৌলের পর্যায় সারনিতে অবস্থান ব্যাখ্যা করো।
১০. ইথানল হাইড্রোকার্বন নয় কেন?
১১. কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না লেখ।
১২. পটাসিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন?
১৩. হ্যালোজেন বলতে কি বোঝ? ব্যাখ্যা করো।
১৪. C3H7-একটি অ্যালকাইল মূলক-ব্যাখা করো।
১৬. CO2-গ্যাসের ২টি রাসায়নিক ধর্ম লেখ।
১৮. কার্বনিক এসিডকে দূর্বল এসিড বলা হয় কেন?
মো. আব্দুল মোত্তালেব
সহকারী অধ্যাপক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা ঢাকা।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১৭ ঘণ্টা আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে