Ajker Patrika

সেশনজটের গ্যাঁড়াকল: আতঙ্কে দিন কাটছে ইবি শিক্ষার্থীদের

সিয়াম, ইবি
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২৩: ২৮
সেশনজটের গ্যাঁড়াকল: আতঙ্কে দিন কাটছে ইবি শিক্ষার্থীদের

দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় বন্ধ করে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয়। অনেকের চোখে ছিল আনন্দের ছাপ। ভাবনায় ছিল ছুটি হবে কয়েক দিনের। শিক্ষার্থীদের কয়েক দিনের ভাবনা গড়িয়ে গেল ১৬ মাস।  

জানা যায়, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে ফাইনাল ইয়ার, মাস্টার্স এবং বিশেষ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সেশনজটের গ্যাঁড়াকলে পরে শিক্ষার্থীরা হতাশায় ভুগছে। শিক্ষার্থীদের শঙ্কা আর কত দিন লাগবে শিক্ষাজীবন শেষ করতে। 

অনেক শিক্ষার্থী টিউশন করে খরচ চালাতো। মধ্যবিত্ত পরিবারের এসব শিক্ষার্থীর স্বপ্নে বিভোর ছিল চাকরি করে পরিবারের দুঃখ ঘুচাবে। মধ্যবিত্তদের স্বপ্ন কখনো কখনো স্বপ্নই থেকে যায়। স্বপ্নবাজ এসব শিক্ষার্থীরা এখন গ্রামে থিতু হয়ে কৃষি কাজ করে দুমুঠো খাবার জোগায়। জানেন না মহামারি কেটে যাবে কবে। কবে ফিরবে ক্যাম্পাসে? 

কলা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, এখন আমরা মাস্টার্স শেষ করে শিক্ষাজীবনের ইতি টানতাম। কিন্তু মহামারিতে আমরা এখনোও ফাইনাল ইয়ার শেষ করতে পারি নাই। কবে শেষ করব পড়াশোনা, কবে করব স্বপ্নের চাকরি। কবে ধরব পরিবারের হাল। 

সামাজিক বিজ্ঞান অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী শরিফ আহমেদ জানান, মাস্টার্সে ভর্তি হয়ে জীবনের গতিপথ নির্ধারণ করলাম। তখনই দুঃস্বপ্নের মহামারি হানা দিল আমাদের জীবনে। ভাবছি কেটে যাবে কয়েক দিন পর। কিন্তু সেই কয়েক দিন আর শেষ হলো না। পরিবারের কাছে দিন দিন বোঝা হয়ে যাচ্ছি। 

বিজ্ঞান অনুষদের স্নাতকোত্তর চাকরি প্রত্যাশী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বড় স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আজ সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে হানা দিচ্ছে। জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। পরিবারের নিয়মতান্ত্রিক চাপ, রাষ্ট্রের বয়সের চাপ, সমাজের চাপ আর কতদিন পারব এভাবে। টিউশন করে আগে চলতাম। এখন টিউশনিও নাই। হতাশায় ভুগছি। এ রকম চললে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। 

এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সারা বিশ্বের ন্যায় মহামারি আমাদের শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি করে যাচ্ছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান করছি। পরিস্থিতি ঠিক না হলে এর থেকে উত্তরণে উপায় নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত