Ajker Patrika

ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ইবিতে মশাল মিছিল

ইবি প্রতিনিধি
ক্যাম্পাস ও হল খোলার দাবিতে ইবিতে মশাল মিছিল

হল ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসের মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মধ্যেই হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়েছে। তারই সূত্র ধরে ইবিতে আজকের মশাল মিছিল। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পরে আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চাই না। হল না খোলা হলে তালা ভেঙে হলে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে। 

শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আর কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না। আমাদের শিক্ষাজীবন সচল করে দিন। শিক্ষাজীবন শেষ করতে দিন। শিক্ষার্থীদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে এবার অন্তত শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত