ইবি প্রতিনিধি
হল ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসের মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মধ্যেই হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়েছে। তারই সূত্র ধরে ইবিতে আজকের মশাল মিছিল।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পরে আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চাই না। হল না খোলা হলে তালা ভেঙে হলে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আর কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না। আমাদের শিক্ষাজীবন সচল করে দিন। শিক্ষাজীবন শেষ করতে দিন। শিক্ষার্থীদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে এবার অন্তত শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিন।’
হল ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসের মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মধ্যেই হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়েছে। তারই সূত্র ধরে ইবিতে আজকের মশাল মিছিল।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পরে আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চাই না। হল না খোলা হলে তালা ভেঙে হলে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আর কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না। আমাদের শিক্ষাজীবন সচল করে দিন। শিক্ষাজীবন শেষ করতে দিন। শিক্ষার্থীদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে এবার অন্তত শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিন।’
বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা অর্জনের জায়গা নয়, এটি জীবনের বৃহত্তর পাঠশালা। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি এখানে শেখার আছে নেতৃত্বের দক্ষতা, আত্ম-উন্নয়নের কৌশল এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি।
২ দিন আগেইউরোপের দেশ সুইডেন। দেশটির মেরিন জেট পাওয়ার কোম্পানির টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ শাকিরুল্লাহ। সুইডেনে বাংলাদেশিদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা...
২ দিন আগেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
২ দিন আগেএই তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারিতে না থাকলেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
২ দিন আগে