Ajker Patrika

বিনা মূল্যে স্যাট প্রস্তুতি

মুসাররাত আবির 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্নাতক পর্যায়ে বিদেশে পড়াশোনা করতে চাইলে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হলো SAT (Scholastic Assessment Test)। এটি মূলত ইংরেজি পড়া, লেখা এবং গণিতে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। বিশেষত, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য SAT স্কোর বেশ গুরুত্বপূর্ণ। যেহেতু এই পরীক্ষা বেশ ব্যয়বহুল, তাই প্রথমবারেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ। বর্তমানে অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলো বিনা মূল্যে স্যাট প্রস্তুতির সুযোগ দেয়। আজ আমরা তেমনই কয়েকটি সেরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব।

কলেজ বোর্ড

কলেজ বোর্ড হলো SAT পরীক্ষার মূল সংগঠন, যা পরীক্ষার তারিখ, রেজিস্ট্রেশন পদ্ধতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়। এখানে আপনি বিনা মূল্যে নমুনা প্রশ্ন ও অনুশীলনী পরীক্ষা পাবেন। প্রতিটি অনুশীলন পরীক্ষার সঙ্গে বিশদ ব্যাখ্যাসহ উত্তর দেওয়া থাকে, যা ভুলগুলো বুঝতে এবং উন্নতি করতে সহায়তা করে। তাদের ১৬ সপ্তাহের স্টাডি প্ল্যান ও স্টাডি গ্রুপও রয়েছে। ওয়েবসাইট: https://www.collegeboard.org

খান একাডেমি

খান একাডেমি SAT প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এখানে বিনা মূল্যে অনুশীলনী, নমুনা প্রশ্ন এবং পরীক্ষার বিশ্লেষণ পাওয়া যায়। ৮টি সম্পূর্ণ SAT পরীক্ষা দেওয়ার পর সাইটটি আপনাকে জানিয়ে দেবে কোন বিষয়ে আপনি আরও উন্নতি করতে পারেন। এ ছাড়া সাব-টপিক ফিচার, স্টাডি রুটিন পরিকল্পনা এবং ইন্টার অ্যাক্টিভ ক্লাসের সুবিধাও রয়েছে। ওয়েবসাইট: https://www.khanacademy.org

ক্র্যাকস্যাট.নেট

এই ওয়েবসাইটে বিগত বছরের SAT প্রশ্নপত্র বিনা মূল্যে পাওয়া যায়। এসব প্রশ্ন ডাউনলোড করে নিজে অনুশীলন করা সম্ভব, যা পরীক্ষার কাঠামো বুঝতে সাহায্য করে। পাশাপাশি, পরীক্ষার কৌশলসংক্রান্ত তথ্যও এখানে পাওয়া যায়। ওয়েবসাইট: http://cracksat.net

দ্য প্রিন্সটন রিভিউ

এই ওয়েবসাইটে আপনি বিনা মূল্যে অনুশীলনী পরীক্ষা দিতে পারবেন এবং পারফরম্যান্স রিপোর্ট পেতে পারেন। এ ছাড়া, SAT প্রস্তুতির জন্য বিভিন্ন ফ্রি ওয়েবিনার, সেমিনার ও ইভেন্টের আয়োজন করা হয়। ওয়েবসাইট: https://www.princetonreview.com

কাপ্ল্যান

কাপ্ল্যানের উন্নত মানের নমুনা প্রশ্ন, ফ্রি অনলাইন কোর্স, মডেল টেস্ট, ওয়ার্ক আপ টেস্ট, ডেইলি টেস্ট এবং শর্ট স্যাট টেস্টের মাধ্যমে প্রস্তুতি নেওয়া সম্ভব। পরীক্ষার পর শিক্ষার্থীরা বিস্তারিত স্কোর রিপোর্ট পান। এ ছাড়া, নির্দিষ্ট সময়ের জন্য নির্দেশনামূলক ভিডিও দেখার সুযোগও রয়েছে।

ওয়েবসাইট: https://www.kaptest.com/sat

প্রেপস্কলার

যদি আপনি স্যাট স্টাডি গাইড খুঁজে থাকেন, তাহলে এই ওয়েবসাইটটি একটি দারুণ পছন্দ। প্রেপস্কলার স্টাডি প্ল্যান টেমপ্লেট, প্রয়োজনীয় ভোকাবুলারি লিস্ট, গণিতের সূত্র এবং গ্রামারের নিয়ম প্রদান করে। ওয়েবসাইট: https://www.prepscholar.com

মাগোশ

এই ওয়েবসাইটের কিছু প্রশ্ন বিনা মূল্যে পাওয়া গেলেও, বেশ কিছু পেইড কন্টেন্টও রয়েছে। তবে তাদের ব্লগ সেকশনে SAT পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। এ ছাড়া, ‘Question of the Day’, ফ্ল্যাশকার্ড এবং ইউটিউবে শর্ট ভিডিওর মাধ্যমে প্রস্তুতি নেওয়া সম্ভব। ওয়েবসাইট: https://magoosh.com/

অন্যান্য উল্লেখযোগ্য ওয়েবসাইট: দ্য ক্রিটিক্যাল রিডার; এরিক দ্য রেড; ভার্সিটি টিউটর।

প্রতি বছর হাজারো শিক্ষার্থী SAT পরীক্ষায় অংশ নেয়, তাই প্রতিযোগিতা তীব্র। ভালো স্কোর করতে হলে কমপক্ষে ৩ মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। ওপরের ওয়েবসাইটগুলো ব্যবহার করে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে আপনি SAT-তে ভালো স্কোর করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত