Ajker Patrika

অনলাইন ও সশরীরে মিশ্র শিক্ষা নীতিমালা বাস্তবায়নের নির্দেশ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২২, ১৭: ২৭
অনলাইন ও সশরীরে মিশ্র শিক্ষা নীতিমালা বাস্তবায়নের নির্দেশ ইউজিসির

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্লেন্ডেড লার্নিং (মিশ্র শিক্ষা) নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ‘ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ’ নীতিমালাটি তৈরি করা হয়েছে। 

মূলত সশরীরে উপস্থিতি ও ভার্চুয়াল পদ্ধতির সংমিশ্রণে শিক্ষা কার্যক্রম চালানোকে ব্লেন্ডেড শিক্ষা বলা হয়ে থাকে। 

আজ রোববার এক চিঠিতে ইউজিসি দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। নীতিমালা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে ইউজিসি। 

উচ্চশিক্ষায় অনলাইন ও অনসাইট এডুকেশন পদ্ধতিকে একত্রিত করে ব্লেন্ডেড লার্নিং নীতিমালাটি তৈরি করেছে ইউজিসি। উচ্চশিক্ষায় বাংলাদেশ যেন বিশ্ব পরিমণ্ডলে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সে দিকটি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ সমন্বয়ে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষা নীতিমালা গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউজিসি’র পূর্ণ কমিশন সভায় অনুমোদিত হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত