Ajker Patrika

সশরিরে পরীক্ষা নিতে ইবির সব বিভাগ একমত

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১১: ৩৬
সশরিরে পরীক্ষা নিতে ইবির সব বিভাগ একমত

ইবি (কুষ্টিয়া) : ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে একমত পোষণ করেছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহা. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, `আমরা ইউজিসির চিঠি পাওয়ার পরে বিভাগগুলোকে চিঠি দিয়ে মতামত জানতে চেয়েছি। বিভাগগুলো তাদের মতামত জানিয়ে এরই মধ্যে প্রশাসনকে চিঠি পাঠিয়েছে। সশরীরে পরীক্ষা গ্রহণ এবং দ্রুত পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে বিভাগগুলো। আমরা খুব দ্রুত একাডেমিক কাউন্সিল মিটিং করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা বদ্ধপরিকর। 

সম্প্রতি ইউজিসি অনলাইন অথবা সশরীরে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেয়। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগগুলোর পরামর্শ জানতে চিঠি পাঠায়। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার এবং দ্রুত পরীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, অধিকাংশ বিভাগ থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার পক্ষে পরামর্শ এসেছে। ভিসি স্যার অসুস্থ থাকায় আমাদের পরীক্ষার পদ্ধতি ও সময় নির্ধারণে দেরি হচ্ছে। স্যার ক্যাম্পাসে ফিরলে গ্রীষ্মকালীন ছুটির পর একাডেমিক কাউন্সিল বসবে। তারপর পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা পরীক্ষা শুরুর কথা ভাবছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত