Ajker Patrika

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইবিতে ভার্চ্যুয়াল সেমিনার

প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইবিতে ভার্চ্যুয়াল সেমিনার

ইবি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'এসডিজি বাস্তবায়নে জীব বৈচিত্র্যের ভূমিকা' শীর্ষক সেমিনারের আয়োজন করে গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা। গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে লাইভ সেশনটি বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়।

ভার্চ্যুয়াল সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমীনা খাতুন, গ্রিন ভয়েসের প্রদান সমন্বয়ক আলমগীর কবির, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের প্রভাষক আনিসুল কবির, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, গ্রিন ভয়েস ইবি শাখার আহ্বায়ক বিপ্লব প্রিন্স, সদস্যসচিব মুখলেসুর রহমনা সুইফট। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সাকিব ফরাজি।

বক্তারা এসডিজি বাস্তবায়নে জীব বৈচিত্র্যের ভূমিকা বর্তমান প্রেক্ষাপটে কতটা যৌক্তিক তা তুলে ধরেন। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য 'নিজ আঙিনায় বুনবো গাছ, সুবিধা পাবো বারোমাস' এই চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ভার্চুয়াল সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। ভার্চুয়াল সেমিনার থেকে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ে পরিবেশকে সম্মিলিতভাবে বাঁচানোর তাগিদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত