Ajker Patrika

দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। ২০১৫ সালে জিডিপির ভিত্তিতে কোরিয়া বিশ্বের ১১তম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। দেশটির শিক্ষাব্যবস্থা সর্বজনস্বীকৃত। বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দেয়। তেমন একটি বৃত্তি কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫।

সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পড়ালেখার সুযোগ রয়েছে ১৫ থেকে ২০টি কোর্সে। এ বৃত্তির জন্য আবেদনের প্রক্রিয়া চলমান।

সুযোগ-সুবিধা
কেএআইএসটি আন্তর্জাতিক আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ ২০২৫-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ডিগ্রি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তহবিল সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। এগুলো হলো ৮ সেমিস্টারের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। জীবনযাত্রার ব্যয় ভাতা হিসেবে মাসে ৩ লাখ ৫০ হাজার উয়ন (৩১ হাজার ৭৭৫ টাকা) দেওয়া হবে এবং স্বাস্থ্যবিমার ব্যবস্থা রয়েছে।

অধ্যয়নের বিষয়
কলেজ অব ন্যাচারাল সায়েন্সেসের অধীনে পদার্থবিদ্যা, গাণিতিক বিজ্ঞান ও রসায়ন; কলেজ অব লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো-ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে জৈবিক বিজ্ঞান; ইঞ্জিনিয়ারিং কলেজের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংসহ আরও বেশ কিছু কোর্সে অধ্যয়ন করা যাবে।

আবেদনের যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। দ্বৈত নাগরিকত্বের প্রার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদনের প্রয়োজনীয় তথ্য
আবেদনপত্র, একটি সুপারিশপত্র, পাসপোর্ট বা ন্যাশনাল আইডির কপি, ইংরেজি দক্ষতা পরীক্ষার রিপোর্ট, স্ট্যান্ডার্ডাইজড অফিশিয়াল টেস্ট স্কোর রিপোর্ট ও আর্থিক সম্পদের বিবৃতি।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের  এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
২৪ অক্টোবর ২০২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত