Ajker Patrika

কানাডায় উচ্চশিক্ষায় নতুন স্কলারশিপ অফার

ফারিয়া ইসলাম দীপ্তি
কানাডায় উচ্চশিক্ষায় নতুন স্কলারশিপ অফার

কানাডার ইউনিভার্সিটি ডি মন্ট্রিল আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত টিউশন ফি থেকে অব্যাহতির জন্য একটি নতুন স্কলারশিপ প্রোগ্রাম অফার করছে। প্রোগ্রামটির উদ্দেশ্য বিশ্বজুড়ে নতুন আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের সাহায্য করা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে উৎসাহিত  করা। এই স্কলারশিপ হলো ইউডিএম এক্সেম্পশন স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। 

UdeM ছাড় বৃত্তি প্রোগ্রামটি তাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নে আন্তর্জাতিক প্রার্থীদের সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। প্রোগ্রামটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সের জন্য। এতে একাডেমিক পারফরম্যান্স  অনুযায়ী ফি ছাড় দেওয়া হবে।

বৃত্তির সুবিধা
এই স্কলারশিপকে তিন লেভেলে ভাগ করা হয়েছে।

  • লেভেল A: প্রতিবছর $12,465.60 (2 সেশন, 30 ক্রেডিটের সমতুল্য) বা $6,232.80 প্রতি সেশন (15 ক্রেডিট) বা $415.52 প্রতি ক্রেডিট
  • লেভেল B: প্রতিবছর $5,940.90 (2 সেশন, 30 ক্রেডিটের সমতুল্য) বা $2,970.45 প্রতি সেশন (15 ক্রেডিট) বা $198.03 প্রতি ক্রেডিট
  • লেভেল C: প্রতিবছর $2,078.10 (2 সেশন, 30 ক্রেডিটের সমতুল্য) বা $1,039.05 প্রতি সেশন (15 ক্রেডিট) বা $69.27 প্রতি ক্রেডিট
    এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য একটি প্রশংসাপত্র, বড়, ছোট, সংক্ষিপ্ত প্রোগ্রাম এবং প্রস্তুতিমূলক বছরের প্রোগ্রামে নথিভুক্ত শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে স্তর C পুরস্কার পেয়ে থাকে। এই পরিমাণগুলো প্রতিবছর $24,607.80 টিউশন ফিতে প্রয়োগ করা হয় (30 ক্রেডিট)।

যোগ্যতা

  • একাডেমিক রেকর্ডের শ্রেষ্ঠত্ব বৃত্তির মান নির্ধারণের একমাত্র মূল্যায়নের মাপকাঠি। ভর্তির আবেদনের সময় প্রদত্ত ট্রান্সক্রিপ্টের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়।
  • যাঁরা স্টাডি পারমিট ধারণ করেন এবং যাঁরা স্থায়ী বাসিন্দা বা কানাডার নাগরিক নন।
  • যাঁরা তাঁদের অধ্যয়নজুড়ে একটি স্টাডি প্রোগ্রামে পূর্ণ সময় নথিভুক্ত হবেন।
  • যাঁরা অন্য নীতি বা পরিমাপের মাধ্যমে টিউশন ফি ছাড়ের অন্য ফরম থেকে উপকৃত হবেন না। উদাহরণস্বরূপ, ফরাসি এবং বেলজিয়ান শিক্ষার্থীরা ইতিমধ্যেই এ ধরনের ছাড় থেকে উপকৃত হয়েছেন।

যেসব ফ্যাকাল্টিতে পড়া যাবে

  • আর্টস অ্যান্ড সায়েন্স
  • ডেন্টিস্ট্রি
  • এডুকেশন
  • এনভায়রনমেন্টাল
  • ইঞ্জিনিয়ারিং
  • মেডিসিন

আবেদন পদ্ধতি

  • ভর্তির জন্য আবেদন করুন    আবেদন ও ভর্তির প্রক্রিয়াটি ভালোভাবে শুরু করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করুন। আবেদনপত্র পূরণ করার আগে, নিশ্চিত করতে হবে যে আপনি আবেদনের সময়সীমাকে সম্মান করছেন এবং আপনার আগ্রহের অধ্যয়ন প্রোগ্রামের জন্য ভর্তির প্রয়োজনীয়তা পরীক্ষা করে দেখুন।
  • ফাইলে ফলোআপ করুন এবং ভর্তির প্রস্তাব পানভর্তির আবেদন জমা দেওয়ার কয়েক দিন পরে অ্যাকসেস কোডগুলো পাওয়া যাবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার আবেদন নিরীক্ষণ করতে পারেন এবং আপনার অফার অব অ্যাকসেপ্ট্যান্সি লেটার পেতে পারেন।
  • মূল্যায়ন শুরু করতে ভর্তির প্রস্তাব গ্রহণ করতে হবে    UdeM ছাড় বৃত্তির জন্য আলাদাভাবে আবেদন করতে হবে না। নতুন প্রার্থীদের ফাইলগুলো তাঁদের যোগ্যতা এবং তাঁদের ছাড় বৃত্তির পরিমাণ নির্ধারণের জন্য মূল্যায়ন করা হবে।

আবেদনের শেষ সময় : ১ সেপ্টেম্বর, ২০২২

অনুবাদ: ফারিয়া ইসলাম দীপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত