Ajker Patrika

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ৪ লাখ

রাবি প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯: ৩৩
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন ৪ লাখ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গতকাল সোমবার রাত ১২টায় ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়। এতে আবেদন পড়েছে ৪ লাখ ১ হাজার ৪১৪ টি। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে। 

জনসংযোগ দপ্তরের প্রশাসক জানান, ১৫ মার্চ রাত ১২টা থেকে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়। ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করেন ২ লাখ ১৯ হাজার ২৭৩ জন শিক্ষার্থী। তবে একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করেছেন। তাই এবার ‘এ’ ইউনিটে (মানবিক) ১ লাখ ৪৮ হাজার ৬১০টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৯৮ হাজার ৬৪৪টি ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৫৪ হাজার ১৬০টি আবেদন পড়েছে, সব মিলিয়ে ৪ লাখ ১ হাজার ৪১৪টি। আবেদন যাচাই-বাছাই শেষে ৯ এপ্রিল থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ, বি ও সি তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জন এবং বিভিন্ন কোটায় আবেদনকারীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

ওই তিন দিনে চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে, যার মান ১০০ থাকবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত